বিখ্যাত কৌতুক অভিনেতা রিচার্ড লুইস মারা গেছেন

প্রকাশিত: ৩:১৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৯, ২০২৪

বিখ্যাত কৌতুক অভিনেতা রিচার্ড লুইস মারা গেছেন

5

বিনোদন ডেস্ক : হলিউডের বিখ্যাত কৌতুক অভিনেতা, লেখক রিচার্ড লুইস মারা গেছেন। গেল মঙ্গলবার রাতে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে নিজ বাড়িতেই মারা যান লুইস।

 

মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৭৬ বছর। হার্ট অ্যাটাকে লুইসের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।
এ খবর নিশ্চিত করেছেন চলচ্চিত্রবিষয়ক মার্কিন গণমাধ্যম ভ্যারাইটি।

4

 

আশির দশকে ডার্ক কমেডির জনপ্রিয়তার চূড়ায় ওঠেন রিচার্ড লুইস। তিনি ছিলেন একাধারে অভিনেতা, লেখক ও স্ট্যান্ড-আপ কমেডিয়ান।

 

5

১৯৭৪ সালে ‘দ্য টুনাইট শো’র মাধ্যমে পর্দায় অভিষেক হয় রিচার্ড লুইসের। শুধু তাই নয়, টেলিভিশন শো ‘কার্ব ইয়োর ইনথুসিয়াজম’, ‘এনিথিং বাট লাভ’ ইত্যাদি অনুষ্ঠান দিয়ে জনপ্রিয়তার শীর্ষে উঠেছিলেন তিনি।

 

8

এ ছাড়া ‘দ্য গ্রেট বাস্টার: আ সেলিব্রেশন’ তথ্যচিত্রেও নিজের দক্ষতার প্রমাণ দিয়েছেন লুইস। ‘দ্য রং গাইস’, ‘ওয়ানস আপন আ ক্রাইম’, ‘রবিনহুড: ম্যান ইন টাইটস’, ‘দ্য ইভালেটর’সহ বিভিন্ন চলচ্চিত্রেও অভিনয় করেছেন এই কমেডিয়ান।

8

 

২০২৩ সালের এপ্রিলে পারকিনসনস রোগে আক্রান্ত হন রিচার্ড লুইস। তার পিঠ ও কাঁধে পরপর চারটি অস্ত্রোপচার করা হয়। এরপরই কমেডি থেকে অবসরের ঘোষণা দেন তিনি।

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

গুণ গত মান যার ভাল তার দাম একটু বেশি সিলেটের সেরা বাগানের উন্নত চা প্রতি কেজি চা দাম ৪৫০ টাকা হোম ডেলি বারি দেয়া হয়

tree

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন

sylhet24

Follow for More!

1
3