সিলেটের ৭৫টি কেন্দ্রে পৌঁছালো ব্যালট পেপার

প্রকাশিত: ৩:১০ অপরাহ্ণ, জানুয়ারি ৬, ২০২৪

সিলেটের ৭৫টি কেন্দ্রে পৌঁছালো ব্যালট পেপার

নিউজ ডেস্ক : সিলেটের ৬টি আসনের বিভিন্ন ভোট কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পাঠানো হয়েছে।

আজ শনিবার (৬ জানুয়ারি) দুপুরের দিকে সিলেট জেলা পরিষদের সামনা থেকে কর্মকর্তা, কর্মচারিসহ ভোটগ্রহণ সরঞ্জাম পাঠানো হয়।

তবে দূরত্ব বিবেচনায় সিলেটের ৬টি আসনের ৭৫টি কেন্দ্রে শনিবার দুপুরে ব্যালট পেপারও পাঠানো হয়েছে। অন্যান্য কেন্দ্রে ভোররাত ৩টায় ব্যালট পাঠানো শুরু হবে।

সিলেটের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা শেখ রাসেল হাসান জানান, সিলেটের ৬টি আসনে ভোটগ্রহণের সার্বিক প্রস্তুতি সম্পন্ন। আজ বিকালের মধ্যে ব্যালট প্যাপার ছাড়া অন্যসব সরঞ্জাম প্রতিটি কেন্দে পৌঁছে যাবে। আর ব্যালট পৌঁছবে রোববার সকাল ৬টার মধ্যে।

তিনি বলেন, তবে দূরত্ব বিবেচনায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে সিলেটের ৬টির মধ্যে ৪টি আসনের ৭ উপজেলার ৭৫টি কেন্দ্রে অন্যান্য সরঞ্জামের সঙ্গে ব্যালট প্যাপারও পাঠানো হয়েছে। বিকেলের মধ্যেই সেগুলোও কেন্দ্রে পৌঁছে যাওয়ার কথা। এসব কেন্দ্রে ভোররাত ৩টায় পাঠালে সকাল ৮টার আগে ব্যালট পৌঁছানো সম্ভব হবেনা।

তিনি আরও বলেন, সিলেটে ভোটগ্রহণ সুষ্ঠু করতে সেনাবাহিনী, বিজিবি, র‍্যাব, পুলিশ ও আনসার বাহিনী মাঠে সক্রিয়। এছাড়া নির্বাহী ম্যাজিস্ট্রেটদের অধীনস্থ স্ট্রাইকিং টিমও কাজ র্শুরু করেছে।

গুণ গত মান যার ভাল তার দাম একটু বেশি সিলেটের সেরা বাগানের উন্নত চা প্রতি কেজি চা দাম ৪৫০ টাকা হোম ডেলি বারি দেয়া হয়

tree

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন