পদনাম পরিবর্তনের দাবি : প্রস্তাব পাঠাতে বলল মন্ত্রণালয়

প্রকাশিত: ১০:৩৯ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ১৪, ২০২২

পদনাম পরিবর্তনের দাবি : প্রস্তাব পাঠাতে বলল মন্ত্রণালয়

অনলাইন ডেস্ক : বিভিন্ন মন্ত্রণালয়ের আওতাধীন দপ্তরগুলোতে কর্মরত প্রধান সহকারী, উচ্চমান সহকারী ও সমমান পদগুলোকে সচিবালয়ের মতো প্রশাসনিক কর্মকর্তা হিসেবে পদনাম পরিবর্তন ও বেতন স্কেল উন্নীত করার যে দাবি জানানো হয়েছে, সে ইস্যুতে সুপারিশসহ স্বয়ংসম্পূর্ণ প্রস্তাব পাঠাতে বলেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

 

জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে সম্প্রতি সব মন্ত্রণালয়ের সিনিয়র সচিব/সচিবকে চিঠি পাঠানো হয়েছে।

এতে বলা হয়, সরকারি কর্মচারীদের দাবি-দাওয়া পর্যালোচনা সংক্রান্ত স্থায়ী কমিটির ২৮ জুলাই অনুষ্ঠিত সভার উপর্যুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, মন্ত্রণালয়ের আওতাধীন দপ্তরগুলোতে কর্মরত প্রধান সহকারী, উচ্চমান সহকারী ও সমমান পদগুলোকে সচিবালয়ের মতো প্রশাসনিক কর্মকর্তা হিসেবে পদনাম পরিবর্তন ও বেতনস্কেল উন্নীত করার বিষয়ে সরকারি কর্মচারীদের দাবি-দাওয়া পর্যালোচনা সংক্রান্ত স্থায়ী কমিটির সভায় নিম্নরূপ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সংযুক্ত অধিদপ্তর, পরিদপ্তর এবং দপ্তরের বিদ্যমান প্রধান সহকারী, উচ্চমান সহকারী ও সমমান পদগুলোর পদ-পদবি পরিবর্তনের বিষয়ে স্ব-স্ব দপ্তর/সংস্থার মাধ্যমে যৌক্তিকতাসহ সংশ্লিষ্ট প্রশাসনিক মন্ত্রণালয়/বিভাগে আবেদন করলে প্রশাসনিক মন্ত্রণালয়/বিভাগ পরীক্ষা-নিরীক্ষা করে সুপারিশসহ স্বয়ংসম্পূর্ণ প্রস্তাব জনপ্রশাসন মন্ত্রণালয়ে প্রেরণ করতে পারে।

এ সংক্রান্ত আরও সংবাদ

গুণ গত মান যার ভাল তার দাম একটু বেশি সিলেটের সেরা বাগানের উন্নত চা প্রতি কেজি চা দাম ৪৫০ টাকা হোম ডেলি বারি দেয়া হয়

tree

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন