প্রকাশিত: ১:৩৭ অপরাহ্ণ, ডিসেম্বর ২৪, ২০২৩
অনলাইন ডেস্ক : ইউক্রেনের গণমাধ্যম কিয়েভ ইন্ডিপেনডেন্টের মতে, একদিনে ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় শহর খেরসনে ৮৮ বার হামলা চালিয়েছে রাশিয়া।
এদিকে ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, রুশ গোলাবর্ষণ ও ড্রোন হামলায় নতুন করে চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এতে আহত হয়েছে আরও অন্তত ৯ জন।
খেরসনের গভর্নর ওলেকসান্ডার প্রোকুদিন শনিবার জানিয়েছেন, শহরটির দক্ষিণ-পূর্বে স্ট্যানিস্লাভ শহরে ড্রোন হামলায় এক ব্যক্তি নিহত হয়েছেন। এরপর তিনি আরও তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
রোববার সকালে প্রোকুদিন টেলিগ্রামে লিখেছেন, একটি আবাসিক ভবনে রুশ আর্টিলারি শেল আঘাত হানায় ৮০ বছর বয়সি এক দম্পতি নিহত হয়েছেন। ধ্বংসস্তূপ পরিষ্কারের পর মধ্য খেরসনে এক মৃত ব্যক্তির লাশ পাওয়া গেছে। তার পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি বলে জানান তিনি।
এদিকে ইউক্রেনের সশস্ত্র বাহিনী কর্তৃক প্রকাশিত তথ্য বলছে, এ পর্যন্ত ইউক্রেন যুদ্ধে রাশিয়া ৩ লাখ ৫৩ হাজার ১৯০ সেনা এবং ৫ হাজার ৮৫৮টি ট্যাংক, ১০৮টি সাঁজোয়া যুদ্ধযান এবং ৮ হাজার ৩১৪টি আর্টিলারি সিস্টেম হারিয়েছে।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
Design and developed by Web Nest