প্রধানমন্ত্রী, অপেক্ষায় সিলেটবাসী

প্রকাশিত: ২:৩৪ অপরাহ্ণ, ডিসেম্বর ১৯, ২০২৩

প্রধানমন্ত্রী, অপেক্ষায় সিলেটবাসী

নিজস্ব প্রতিবেদক : দীর্ঘ ১৭ বছর পর নির্বাচনী জনসভায় যোগ দিতে আজ শনিবার সিলেট আসছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

 

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা সিলেট থেকেই শুরু করবে বাংলাদেশ আওয়ামী লীগ। দলটির সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার হযরত শাহজালাল এবং শাহপরানের মাজার জিয়ারত করে নগরীর আলিয়া মাদরাসা মাঠে জেলা ও মহানগর আওয়ামী লীগ আয়োজিত নির্বাচনি জনসভায় বক্তব্য দেবেন বলে জানা গেছে।

 

এ জনসভাকে ঘিরে দলের নেতা-কর্মীদের মাঝে বিপুল উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। এছাড়া প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে আইনশৃঙ্খলাবাহিনীর পক্ষ থেকে ৪ স্তরের নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা হয়েছে। ইতোমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে।এখন শুধু প্রধানমন্ত্রীর আগমনের অপেক্ষায় সিলেটবাসী।

 

প্রধানমন্ত্রীর এই সফরকে ঘিরে পুরো সিলেট নগরী নতুন সাজে সাজানো হয়েছে। নগরীর বিভিন্ন এলাকায় সৌন্দর্যবর্ধন ও রাস্তা সংস্কার করা হচ্ছে।তবে, পূর্বে প্রধানমন্ত্রীর সিলেট আগমন উপলক্ষে সিলেটজুড়েই বর্ণিল সাজ ও চারদিকে বিলবোর্ড, ফেস্টুন, পোস্টারে সয়লাব হয়ে যেতো। নির্মাণ করা হতো সুবিশাল মঞ্চ। কিন্তু এবার তা একেবারেই ভিন্ন। নির্বাচন উপলক্ষে এবারের সিলেট সফরে চিরচেনা সেই দৃশ্যপট পাল্টে গেছে। ইতোমধ্যে সিলেটের আলিয়া মাদরাসার মাঠে মঞ্চ তৈরির কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে। মঞ্চ তৈরির ক্ষেত্রেও নির্বাচনি আচরণ বিধি মেনে মাঠের পূর্ব দিকে নির্মিত মঞ্চে সর্বসাকুল্যে ৩০০ চেয়ারের ব্যবস্থা রাখা হয়েছে।

 

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরসূচি অনুযায়ী, বুধবার(২০ ডিসেম্বর) সকাল ১১টার দিকে বিমানে ঢাকা থেকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন। সেখানে পৌঁছেই তিনি সিলেটের দুই ওলির মাজার জিয়ারত করবেন।মাজার জিয়ারতের পর মধ্যাহ্নভোজ শেষে নগরীর সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে নির্বাচনী জনসভায় যোগ দেয়ার কথা রয়েছে শেখ হাসিনার।

 

জানা যায়, স্বাধীনতার পর থেকে দেশের রাজনীতিতে সিলেটকে নিয়ে এক ধরনের ‘মিথ’ তৈরি হয়েছে। সিলেট-১ আসনে যে দল বিজয়ী হয় সেই দলই সরকার গঠন করে। সাধারণ মানুষ মনে করে, হযরত শাহজালাল রহ. ও হযরত শাহপরান রহসহ ৩৬০ আউলিয়ার স্মৃতি বিজড়িত পুণ্যভূমির এ আসনটি সব দলের কাছে খুবই গুরুত্বপূর্ণ।

 

প্রতিটি জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক দলের প্রধানরা সিলেটের দুই মাজার জিয়ারত শেষে ঐতিহ্যবাহী আলিয়া মাদরাসা মাঠে জনসভার মাধ্যমে নির্বাচনি প্রচারণা শুরু করেন। এবারও আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ ধারা বজায় রাখছেন। এই জনসভা সফল করতে সিলেটের সব নির্বাচনী আসন থেকেই বিপুল পরিমাণ নেতাকর্মীর সমাগম ঘটবে বলে আশা করছে আওয়ামী লীগ।

 

সরেজমিনে দেখা যায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিলেটে আগমন উপলক্ষে আলিয়ার মাঠের জনসভাস্থল ও এর আশপাশ এলাকা, রিকাবীবাজার সড়ক, কোর্ট পয়েন্ট, দরগা গেইট এলাকা পর্যন্ত সাটানো হয়েছে শব্দ যন্ত্র। সিলেটের এই জনসভায় শব্দযন্ত্র সার্ভিস দিচ্ছে ঐতিহাসিক কলরেডী। জনসভা আয়োজনে নির্বাচনী আচরণ বিধি অনুসরণ করা হচ্ছে। এছাড়া জনসভাস্থলে বাঁশ দিয়ে চারদিকে শক্ত বেষ্টনী গড়ে তোলা হয়েছে।মাঝে মাঝে নেতাকর্মীরা মঞ্চ তৈরির কাজ দেখতে আসছেন।

 

এদিকে, মঙ্গলবার দুপুরে জনসভাস্থল পরিদর্শন করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানকের নেতৃত্বে একটি প্রতিনিধি দল। এসময় তাঁরা জনসভা মঞ্চ ও মাঠের সার্বিক কার্যক্রম প্রত্যক্ষ করেন ও স্থানীয় নেতৃবৃন্দের সাথে কথা বলেন।

 

বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভা সফলে সিলেটবাসীর সহযোগিতা কামনা করে জাহাঙ্গীর কবির নানক বলেন, আগামীকালকে আলিয়া মাদ্রাসার মাঠে প্রধানমন্ত্রীর জনসভা জনসমুদ্রে রূপ নেবে। এই জনসভার মধ্য দিয়ে প্রমাণ হবে এবারও সিলেটের সব কয়টি আসন সিলেটবাসী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উপহার দেবে।

 

দলীয় সূত্র বলছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বুধবার দুপুর ২ টায় সিলেট সরকারি আলীয়া মাদ্রাসা মাঠে জনসভা অনুষ্ঠিত হবে। নির্বাচনের মুহূর্তে এটি সিলেট বিভাগের একমাত্র জনসভা, যেখানে দলের প্রধান শেখ হাসিনা সরাসরি উপস্থিত হয়ে বক্তব্য দেবেন। নেতাকর্মীদের দেবেন নানা নির্দেশনা, ভোট চাইবেন সিলেটবাসীর কাছে। এজন্যে এই জনসভায় ব্যাপক লোকসমাগমের প্রস্তুতি নেয়া হয়েছে। সিলেট নগরীর ওয়ার্ড সমূহ ছাড়াও সিলেট জেলার সকল উপজেলা, এমনকি পার্শ্ববর্তী সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলা থেকেও নেতাকর্মীরা মিছিল-শোডাউন করে জনসভায় অংশ নেবেন বলে জানিয়েছেন দলের নেতারা।

 

আইনশৃঙ্খলাবাহিনী সূত্র বলছে, প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার আগমন উপলক্ষে নগরীজুড়ে ৪ স্তরের নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা হয়েছে। নগরীতে বৃদ্ধি করা হয়েছে পুলিশের টহল। সাদা পোশাকে মোতায়েন করা হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের। জনসভা মঞ্চ ও আশপাশ এলাকায় স্থাপন করা হয়েছে ক্লোজড সার্কিট ক্যামেরা।

 

এব্যাপারে সিলেট সিটি মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী বলেন, প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে সিলেটকে নতুন রূপে সাজানো হচ্ছে। সৌন্দর্যবর্ধনের কাজ চলছে। কিছু কাজ ইতিমধ্যেই শেষ হয়েছে। আলিয়া মাদ্রাসা মাঠে ১০ লাখ মানুষের সমাগম ঘটাতে আমরা কাজ করছি।

 

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবরের মতো পবিত্র নগরী সিলেট থেকে তার আনুষ্ঠানিক প্রচারণা শুরু করবেন।সিলেটের উন্নয়নে তার অসামান্য অবদান রয়েছে। সিলেটবাসী আসন্ন নির্বাচনে এর প্রতিদান দেবেন।

 

সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক মো.জাকির হোসেন বলেন, আলিয়া মাদরাসা মাঠ প্রধানমন্ত্রীর জনসভা স্মরণকালের বৃহৎ জনসমাবেশ করার প্রস্তুতি নেওয়া হয়েছে। বিভাগের প্রতিটি জেলা-উপজেলা থেকে দলীয় নেতা-কর্মীরা এসে উপস্থিত হবেন।

গুণ গত মান যার ভাল তার দাম একটু বেশি সিলেটের সেরা বাগানের উন্নত চা প্রতি কেজি চা দাম ৪৫০ টাকা হোম ডেলি বারি দেয়া হয়

tree

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন