বাংলাদেশ গীতা শিক্ষাকমিটি, সিলেট জেলা সংসদ কর্তৃক আয়োজিত অভিষেক ও সিলেট বিভাগীয় সাংগঠনিক সভা সম্পন্ন

প্রকাশিত: ১১:২৬ পূর্বাহ্ণ, ডিসেম্বর ১৫, ২০২৩

বাংলাদেশ গীতা শিক্ষাকমিটি, সিলেট জেলা সংসদ কর্তৃক আয়োজিত অভিষেক ও সিলেট বিভাগীয় সাংগঠনিক সভা সম্পন্ন

নিউজ ডেস্ক :: বিশ্ব মানবতা এবং সংঘশক্তি, গীতানুগত্য এই তিনটি মূল উপজীব্য বিষয় হৃদয়ে ধারণ করে বাংলাদেশ গীতা শিক্ষাকমিটি, সিলেট জেলা সংসদ কর্তৃক আয়োজিত অভিষেক ও সিলেট বিভাগীয় সাংগঠনিক সভা ২০২৩” জেল রোড পয়েন্ট,নয়াসড়ক, অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়।বাগীশিক, সিলেট সংসদ এর সভাপতি ডা: মালা রাণী দে’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আসন অলংকৃত করেন বাগীশিক,কেন্দ্রীয় সংসদ এর সভাপতি শ্রী ঝুন্টু চৌধুরী,সম্মানিত অতিথি হিসেবে উপস্হিত ছিলেন এন,এম,এডুকেশনাল ট্রাস্ট’র চেয়ারম্যান ও বাংলাদেশ গীতা শিক্ষা কমিটির উপদেষ্টা,এল নন্দলাল সিংহ।

 

বিশেষ অতিথি হিসেবে ছিলেন বাগীশিক,কেন্দ্রীয় সংসদ এর সাংগঠনিক সম্পাদক শ্রী অম্লান কুমার কার্তিক,বাগীশিক ঢাকা মহানগর শাখার স্বাস্থ্য বিষয়ক সম্পাদক এবং শেখ হাসিনা মেডিকেল কলেজ এর অধ্যক্ষ অধ্যাপক ডা: সুনির্মল রায়।

 

অনুষ্ঠানের শুরুতে গীতা পাঠ করেন শ্রী ভবানুদাস অধিকারী উদ্বোধনী গান পরিবেশন করেন দেবব্রত দাস, বাগীশিক সিলেট শাখার সদস্যবৃন্দ।পরবর্তীতে অতিথিবৃন্দকে ফুলের তোড়া ও উত্তরীয় পরিয়ে বরণ করা হয়। ভজন সংগীত পরিবেশ করেন তাপস কান্তি দে,সৃষ্টি চন্দ, তবলায় ছিলেন ত্রিদেব দে।

 

২য় পর্বে নতুন কমিটির সদস্যবৃন্দকে ফুলের তোড়া দিয়ে অভিষিক্ত করা হয়। স্বাগত বক্তব্য প্রদান করেন সাধারণ সম্পাদক সুমন চক্রবর্তী । আমন্ত্রিত অতিথিদের মধ্যে বক্তব্য প্রদান করেন বাগীশিক মৌলভীবাজার জেলা সংসদ পৃষ্ঠপোষক শ্রী সুভাষ চন্দ্র সরকার,বাগীশিক,হবিগঞ্জ জেলা আহ্বায়ক, শ্রী বিশাল গোবিন্দ দাস অধিকারী।

 

সম্মানীত আলোচকদের বক্তব্য থেকে বোঝা গেলো শ্রী গীতা শুধু গ্রন্থ নয়, এটি একটি পূর্ণাঙ্গ জীবন বিধান যা মানুষের ভাগ্য সম্পূর্ণভাবে মানুষের হাতে তুলে দিয়েছে। এর জগৎ নির্ণয়বাদী নয়, তবে এটি অন্ধ সুযোগের অভিব্যক্তিও নয়: আমরা যা বিশ্বাস করি এবং চিন্তা করি এবং কাজ করি তার দ্বারা আমরা নিজেদেরকে এবং আমাদের বিশ্বকে গঠন করি, তা ভালো হোক বা খারাপ হোক।

 

সমগ্র অনুষ্ঠানমালাটি সসঞ্চালনায় ছিলেন বাগীশিক, সিলেট সাধারণ সম্পাদক সুমন চক্রবর্তী ও বাগীশিক সিলেট এর সিনিয়র সহ-সভাপতি ডা: বাবলী দেবী সিনহা। আরো বক্তব্য রাখেন প্রণব দেব, ডা: শিবানী আচায্য,শ্রাবন্তী দাস, শিবানী দে, দিলীপ দাস,সুধীন চন্দ,অশোক কুমার দে প্রমুখ।

গুণ গত মান যার ভাল তার দাম একটু বেশি সিলেটের সেরা বাগানের উন্নত চা প্রতি কেজি চা দাম ৪৫০ টাকা হোম ডেলি বারি দেয়া হয়

tree

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন