প্রকাশিত: ১২:৫০ অপরাহ্ণ, ডিসেম্বর ৮, ২০২৩
নিজস্ব প্রতিবেদক : শুক্রবার সকাল ৮টা ৩৫ মিনিটে বাংলাদেশ বিমানের বিজি-২৪৮ দুবাই থেকে সিলেট ওসমানী বিমানবন্দরে অবতরণ করে। বিমানটি ঢাকায় যাওয়ার কথা ছিল। হঠাৎ বিমানবন্দর জুড়ে শুরু হয় কাস্টমসের তোড়জোড়। তাদের কাছে সংবাদ আসে; এই ফ্লাইটে এসেছে বিপুল পরিমানের স্বর্ণ। চালানো হয় অভিযান। তল্লাশি করে মিলে ৩৪ কেজি স্বর্ণ। যার বাজার মূল্য প্রায় ৩৫ কোটি টাকা!
দুবাই থেকে সিলেটে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট থেকে বিপুল পরিমাণ স্বর্ণ আটক করেছে সিলেট এয়ারপোর্টে দায়িত্বে থাকা জাতীয় গোয়েন্দা সংস্থা এনএসআই ও কাষ্টমস কর্মকর্তারা।
এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ৪ জনকে আটক করা হয়েছে।
শুক্রবার(৭ ডিসেম্বর) সকাল ৮টা ৩৫ মিনিটে বাংলাদেশ বিমানের বিজি ২৪৮ ফ্লাইট থেকে এই চালান উদ্ধার করা হয়।
নাম প্রকাশ না করার শর্তে বিষয়টি সিলেট প্রতিদিনকে নিশ্চিত করেছেন ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তার দায়িত্বে থাকা এক কর্মকর্তা।
বিমানবন্দর সূত্রে জানা যায়, শুক্রবার সকালে দুবাই থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে অবতরণ করে।এরপর গোপন সংবাদের ভিত্তিতে বিমানে তল্লাশি চালিয়ে বিমানের ৩২জে এবং ২১ এ বি সি সিটের নিচ ও টয়লেট থেকে দশটি স্বর্ণের বার উদ্ধার করা হয়। স্বর্ণের বারগুলোর ওজন আনুমানিক প্রায় ৩০ কেজি বলে জানা গেছে।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
Design and developed by Web Nest