প্রকাশিত: ৩:১৮ অপরাহ্ণ, ডিসেম্বর ৫, ২০২৩
নিজস্ব প্রতিবেদক : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগ- সমমনা অন্যান্য দলের আসন ভাগাভাগির আলোচনা চলছে। শরিক দলগুলো চাচ্ছে এখনই সমঝোতা। ইতোমধ্যে একাধিক বৈঠকও হয়েছে। সিলেটে ১৯ আসনের মধ্যে কমপক্ষে চার প্রার্থীকে বসিয়ে দিতে পারে আওয়ামী লীগ। দলের জন্য অন্যান্য বারের মতো এবারও আওয়ামী লীগ প্রার্থীদের ত্যাগ স্বীকার করতে হবে।
আসন সমঝোতা নিয়ে আওয়ামী লীগ ও তার শরীকদের সঙ্গে আলোচনা শুরু হয়েছে। ১৪ দলের অন্যান্য শরীকরা ‘নৌকা’ প্রতীক নিয়ে নির্বাচন করলেও জাতীয় পার্টি লাঙ্গল নিয়েই আগামী জাতীয় নির্বাচনে প্রতিদ্বন্ধিতা করবে। তবে জাতীয় পার্টির সঙ্গে আওয়ামী লীগের যে সব আসনে ‘সমঝোতা’ হবে, সেই সব আসনে আওয়ামী লীগ ‘নৌকা’ প্রতীকে কোন প্রার্থী রাখবে না। তবে যারা স্বতন্ত্র প্রার্থী হবে, তাদের ব্যাপারে আওয়ামী লীগের কোন করণীয় নেই বলেই জানিয়েছে হাইকমান্ড। পুরোপুরি সমঝোতা না হলেও আওয়ামী লীগ সর্বোচ্চ ২০টি আসন জাতীয় পার্টিকে ছেড়ে দিতে রাজি। তবে জাতীয় পার্টি অন্তত ৫০টি আসন চাচ্ছে। আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি দুই দলই এটিকে বড় সমস্যা হিসেবে দেখছেন না। উভয় দলের নেতারাই বলছেন, আলাপ-আলোচনার মাধ্যমে তারা সমঝোতায় পৌছতে পারবেন। সিলেট বিভাগে জাতীয় পার্টিকে আাওয়ামী লীগ যে আসন গুলো ছেড়ে দিতে পারে বলে এখন পর্যন্ত তথ্য পাওয়া গেছে তার মধ্যে সিলেট জেলায় দুটি, সুনামগঞ্জে একটি ও হবিগঞ্জে একটি আসন।
সিলেট- ৩ (দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ, বালাগঞ্জ) এক সময় জাতীয় পার্টির ঘাটি হিসেবে পরিচিত এ আসন। একাধিকবার জাতীয় পার্টি থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। এই আসনে আওয়ামী লীগ মনোনয়ন দিয়েছে বর্তমান সংসদ সদস্য হাবিবুর রহমানকে। এবার জাতীয় পার্টির প্রার্থী প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ আতিকুর রহমান আতিক। জাতীয় পার্টিকে আওয়ামী লীগ এ আসন ছেড়ে দিতে পারে।
সিলেট- ৫ (জকিগঞ্জ- কানাইঘাট) এ আসন থেকে ২০১৪ সংসদ সদস্য নির্বাচিত হন জাতীয় পার্টি নেতা সেলিম উদ্দিন। এবার জাতীয় পার্টি মনোনয়ন দিয়েছে সাবেক উপজেলা চেয়ারম্যান শাব্বির আহমদখে। আওয়ামী লীগ মনোনয়ন দিয়েছে সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিনকে। জাতীয় পার্টির প্রার্থীকে আওয়ামী লীগ এবার বসিয়ে দিতে পারে। এ ছাড়া চমক হিসেবে আল ইসলাহর সভাপতি মোহাম্মদ হুছাম উদ্দিন চৌধুরীর জন্য আসনটি রাখা হতে পারে।
সুনামগঞ্জ- ৪ (সুনামগঞ্জ সদর-বিশ্বম্ভরপুর ) এই আসনের বর্তমান সংসদ সদস্য জাতীয় পার্টির নেতা পীর ফজলুর রহমান মিসবাহ। গত দশবছরে তিনি এলাকায় ব্যাপক উন্নয়ন করে নিজের অবস্থান তৈরি করেছেন। এবার এই আসনে আওয়ামী লীগের প্রার্থী পিএসসির সাবেক চেয়ারম্যান মোহাম্মদ সাদিক। শেষ পর্যন্ত আওয়ামী লীগ এ আসন জাতীয় পার্টিকে ছাড় দিবে।
হবিগঞ্জ- ১ ( নবীগঞ্জ-বাহুবল) এই আসনের বর্তমান সংসদ সদস্য দেওয়ান ফরিদ গাজীর ছেরে মিলাদ গাজী। তবে, তিনি এবার মনোনয়ন পাননি। মনোনয়ন পেয়েছেন হবিগঞ্জ জেলা পরিষদের সদ্য পদত্যাগকারী চেয়ারম্যান ডা. মুশফিক হোসেন। জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান এমএ মুনিম চৌধুরীকে এ আসন আওয়ামী লীগ ছাড় দিতে পারে।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
Design and developed by Web Nest