প্রকাশিত: ১১:৪৯ পূর্বাহ্ণ, ডিসেম্বর ৪, ২০২৩
নিউজ ডেস্ক : সিলেট সিটি করপোরেশনের প্যানেল মেয়র নির্বাচন সম্পন্ন হয়েছে। সোমবার করপোরেশনের নবনির্বাচিত পরিষদের প্রথম সভায় এই নির্বাচন সম্পন্ন হয়।
মেয়র প্যানেলে অন্তর্ভূক্ত হতে ৮ জন পুরুষ ও ৫ জন নারী কাউন্সিলর প্রার্থী হন। এর মধ্যে সর্বাধিক ২৯ ভোট পেয়ে প্যানেল মেয়র-১ নির্বাচিত হন ৯নং ওয়ার্ড কাউন্সিলর মখলিছুর রহমান কামরান। আর আগেরবারের প্যানেল মেয়র-১ তৌফিক বক্স লিপন ২৪ ভোট পেয়ে এবার প্যানেল মেয়র-২ নির্বাচিত হন। লিপন ২৬নং ওয়ার্ডের কাউন্সিলর। আর সংরক্ষিত ওয়ার্ডের নারী কাউন্সিলরদের মধ্যে সর্বোচ্চ ১৭ ভোট পেয়ে প্যানেল মেয়র-৩ নির্বাচিত হন সংরক্ষিত-৫ নং ওয়ার্ডের কাউন্সিলর শাহানা বেগম শানু।
এছাড়া প্যানেল মেয়র প্রার্থী হওয়া পুরুষ কাউন্সিলরদের মধ্যে ১নং ওয়ার্ডের সৈয়দ তৌফিকুল হাদী ১৭ ভোট, ২৫নং ওয়ার্ডের তাকবির ইসলাম পিন্টু ১৩ ভোট, ১০নং ওয়ার্ডের কাউন্সিলর তারেক উদ্দিন তাজ ৯ ভোট, ১৮নং ওয়ার্ডের এবিএম জিল্লুর রহমান উজ্জ্বল ৮ ভোট, ১৩নং ওয়ার্ডের সান্তনু দত্ত সন্তু ৭ ভোট ও ৮নং ওয়ার্ডের জগদীশ চন্দ্র দাশ ৫ ভোট পান।
নারী কাউন্সিলরদের মধ্যে সালমা বেগম ১৪ ভোট, নার্গিস আক্তার রুমি ১০ ভোট, শাহানারা বেগম ৭ ভোট ও রেবেকা বেগম ৩ ভোট পান।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
Design and developed by Web Nest