প্রকাশিত: ১০:০৮ পূর্বাহ্ণ, ডিসেম্বর ২, ২০২৩
অনলাইন ডেস্ক : নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের ব্যাখ্যা দিতে সিলেট-২ আসনের জাতীয় পার্টির প্রার্থী ইয়াহইয়া চৌধুরীকে তলব করেছে নির্বাচনী অনুসন্ধান কমিটি।
রোববার (৩ডিসেম্বর) সকাল ১১টায় ল্যান্ড সার্ভে সিলেট জজ কোর্ট কার্যালয়ে স্বশরীরে উপস্থিত হয়ে তাকে ব্যাখ্যা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
শনিবার(২ডিসেম্বর) নির্বাচনী অনুসন্ধান কমিটি সিলেট-২ আসনের চেয়ারম্যান মোহাম্মাদ মোস্তাইন বিল্লাহ স্বাক্ষরিত এক আদেশে এ নির্দেশ দেয়া হয়।
আদেশে মনোনয়নপত্র দাখিল করার পূর্বে মিছিল সহকারে প্রবেশ করেন যা “সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০০৮ এর বিধি ৮(খ) এর লঙ্ঘন এবং উক্ত বিধিমালা লঙ্ঘনের বিষয়টি ” একাত্তর টিভি” এর সংবাদের মাধ্যমে নিম্ন স্বাক্ষরকারীর গোচরীভূত হয়েছে বলে উল্লেখ করা হয়েছে।
এ বিষয়ে ইয়াহইয়া চৌধুরীর বিরুদ্ধে কেন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে না, তা জানাতে ল্যান্ড সার্ভে সিলেট জজ কোর্ট কার্যালয়ে স্বশরীরে উপস্থিত হয়ে তাকে ব্যাখ্যা প্রদানের জন্য নির্দেশ দেওয়া হয়।
এব্যাপারে সিলেট-২ আসনের জাতীয় পার্টির মনোনীত প্রার্থী ইয়াহইয়া চৌধুরী বলেন, নির্বাচন কমিশনের আচরণবিধি মেনেই মনোনয়ন জমা দিয়েছিলাম আমরা মাত্র ৫জন নেতাকর্মীকে নিয়ে রিটার্নিং কর্মকর্তার কাছে জমা দিয়েছি। তবে হ্যাঁ এটা সত্য কিছু নেতাকর্মী রিটার্নিং কর্মকর্তার বাইরে নামোল্লেখ করে উৎসাহী মিছিল দিয়েছিল। ইসি আমাকে চিঠি দিয়েছে আগামীকাল তা ব্যাখা করবো।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
Design and developed by Web Nest