সিলেটের ১৯ আসনে ১৫৫ প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন

প্রকাশিত: ১২:৩৬ অপরাহ্ণ, ডিসেম্বর ১, ২০২৩

সিলেটের ১৯ আসনে ১৫৫ প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন

নিউজ ডেস্ক : আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট বিভাগের ১৯টি আসনে ১৫৫ প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। বৃহস্পতিবার ছিলো মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন।

 

তাৎক্ষণিক বিভিন্ন সূত্রে জানা গেছে, সিলেটের ৬টি আসনে ৫২ জন, সুনামগঞ্জের ৫টি আসনে ৪০ জন, মৌলভীবাজারের ৪টি আসনে ৩২ জন ও হবিগঞ্জের ৪টি আসনে ৩১ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। সব ক’টি আসনে আওয়ামী লীগের দলীয় প্রার্থী রয়েছেন। এছাড়া, জাতীয় পার্টি, তৃনমূল বিএনপি, জাসদ, বিএনএম, বিকল্পধারা, ইসলামী ঐক্যজোট, গণফোরাম, জাকের পার্টিসহ আরো কয়েকটি দলের প্রার্থীর পাশাপাশি স্বতন্ত্র প্রার্থীও রয়েছেন বেশীরভাগ আসনে।

 

ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র যাচাই-বাছাই আজ ১ ডিসেম্বর থেকে ৪ ডিসেম্বর, আপিল ও নিষ্পত্তি ৬ থেকে ১৫ ডিসেম্বর, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর, প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর। ব্যালট পেপারে নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী বছরের ৭ জানুয়ারি।

 

বৃহস্পতিবার মনোনয়ন জমাদানের শেষ দিনে সিলেটের ৬টি আসনে বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীরা সংশ্লিষ্ট রিটার্নিং অফিসার ও সহকারি রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র জমা দেন। এরমধ্যে সিলেট-১ আসনে ৮ জন, সিলেট-২ আসনে ১৪ জন, সিলেট-৩ আসনে ৮ জন, সিলেট-৪ আসনে ৪ জন, সিলেট-৫ আসনে ৮ জন, সিলেট-৬ আসনে ৬ জন মনোনয়নপত্র জমা দেন। এরআগে এসব আসনে আরো ৪ জন প্রার্থী মনোনয়ন জমা দেন। এ নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য মোট ৫২ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

 

মনোনয়নপত্র জমা দেওয়া প্রার্থীদের মধ্যে রয়েছেন আওয়ামী লীগের ৬ জন, জাতীয় পার্টির ৫ জন, তৃণমূল বিএনপি’র ৬ জন, ইসলামী ঐক্যজোটের ৪ জন, ন্যাশনাল পিপলস পার্টির ৩ জন, বাংলাদেশ কংগ্রেসের ৩ জন, জাকের পার্টির ৩ জন, বাংলাদেশ সাংস্কৃতিক জোটের ২ জন, গণফোরামের ১ জন, কৃষক শ্রমিক জনতা লীগের ১ জন, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের ১ জন, বাংলাদেশ মুসলিম লীগের ১ জন এবং স্বতন্ত্র ১১ জন।

সিলেট-১ আসনে মনোনয়নপত্র জমা দেয়া ৮ প্রার্থীর মধ্যে রয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন এমপি ও স্বতন্ত্র প্রার্থী কেন্দ্রীয় আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ।

 

সিলেট-২ আসনে মনোনয়ন জমা দিয়েছেন ১৪ জন। তাঁরা হলেন- সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক এমপি শফিকুর রহমান চৌধুরী, জাতীয় পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য ইয়াহ্ইয়া চৌধুরী, গণফোরামের কেন্দ্রীয় নেতা মোকাব্বির খান এমপি, বিশ্বনাথ পৌর মেয়র মুহিবুর রহমান, তৃণমূল বিএনপি’র এএম খান ও আবদুর রব মল্লিক, জাকের পার্টির সায়েদ মিয়া, বাংলাদেশ কংগ্রেস পার্টির জহির, জাতীয় পার্টি নেতা কুতুব উদ্দিন, ওসমানীনগর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আলতাফুর রহমান সোহেল, যুক্তরাজ্য প্রবাসী মোশাহিদ আলী ও বিশ্বনাথের ব্যবসায়ী ইকবাল হোসেন।

 

সিলেট-৩ আসনে (দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ) মনোনয়নপত্র জমা দিয়েছেন ৮ জন। এরমধ্যে, বাংলাদেশ আওয়ামী লীগের হাবিবুর রহমান হাবিব এমপি, জাতীয় পার্টির আতিকুর রহমান আতিক, স্বতন্ত্র প্রার্থী বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশনের (বিএমএ) মহাসচিব ডা. ইহতেশামুল হক চৌধুরী দুলাল, সিলেট জেলা বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল স্মৃতি সংসদের সভাপতি কফিল আহমদ চৌধুরী প্রমুখ।

 

সিলেট-৪ (কোম্পানীগঞ্জ-জৈন্তাপুর-গোয়াইনঘাট) আসনে মনোনয়ন জমা দিয়েছেন ৪ জন। বৃহস্পতিবার জেলা রিটার্নিং অফিসার ও সংশ্লিষ্ট সহকারি রিটার্নিং অফিসারের কাছে তারা মনোনয়নপত্র জমা দেন।

 

তাঁরা হলেন- সিলেট জেলা আওয়ামী লীগের সহ সভাপতি মন্ত্রী ইমরান আহমদ এমপি, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য এটিইউ তাজ রহমান, তৃণমূল বিএনপি’র আবুল হোসেন প্রমুখ।

 

সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) আসনে দুই স্বতন্ত্র প্রার্থীসহ ৮ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। বৃহস্পতিবার মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে নেতাকর্মী ও সমর্থক নিয়ে জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র দাখিল করেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামী লীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা ড. আহমদ আল কবির, জাতীয় পার্টির জেলা আহ্বায়ক সাব্বির আহমদ, স্বতন্ত্র প্রার্থী বাংলাদেশ আনজুমানে আল ইসলাহর কেন্দ্রীয় সভাপতি হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী, তৃণমূল বিএনপির কায়সার আহমদ কাওছার ও ব্যারিস্টার কুতুব উদ্দিন শিকদার, বাংলাদেশ কংগ্রেসের বদরুল আলম, মুসলিম লীগের খায়রুল ইসলাম।

সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন ৫ জন।

 

তাঁরা হলেন, বাংলাদেশ আওয়ামী লীগের নুরুল ইসলাম নাহিদ এমপি (নৌকা), তৃণমূল বিএনপি’র চেয়ারপার্সন শমসের মবিন চৌধুরী (সোনালী আঁশ), জাতীয় পার্টির সাবেক এমপি সেলিম উদ্দিন (লাঙ্গল), স্বতন্ত্র প্রার্থী সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য সরওয়ার হোসেন, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের আতাউর রহমান (ছড়ি) ও ইসলামী ঐক্যজোটের ছাদিকুর রহমান (মিনার)।

 

দ্বাদশ সংসদ নির্বাচনে সুনামগঞ্জের ৫টি আসনে ৪০ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। বৃহস্পতিবার বিকেল ৪ টার মধ্যে রিটার্নিং অফিসার ও সহকারি রিটার্নিং অফিসারের কার্যালয়ে প্রার্থীরা তাদের মনোনয়নপত্র দাখিল করেন।

সুনামগঞ্জ-১ (জামালগঞ্জ-মধ্যনগর-ধর্মপাশা-তাহিরপুর) আসনে ৯ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। এরা হচ্ছেন, আওয়ামী লীগ মনোনীত প্রার্থী রনজিত চন্দ্র সরকার, গণফ্রন্টের মনোনীত প্রার্থী মো.জাহানুর রশিদ, বাংলাদেশ সুপ্রীম পার্টি মনোনীত প্রার্থী মো. হারিছ মিয়া, জাতীয় পার্টি মনোনীত প্রার্থী মো. আব্দুল মান্নান, বাংলাদেশ কংগ্রেস মনোনীত প্রার্থী নবাব সালেহ আহমদ, তৃণমূল বিএনপি মনোনীত প্রার্থী মো. আশরাফ আলী, বিকল্পধারা বাংলাদেশ মনোনীত প্রার্থী মো. রফিকুল ইসলাম, স্বতন্ত্র প্রার্থী বর্তমান সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতন, মো. সেলিম আহমদ।

 

সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনে ৬ প্রার্থী সহকারী রিটার্নিং অফিসার ও দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুর রহমান মামুনের নিকট মনোনয়নপত্র দাখিল করেছেন। তারা হলেন, আওয়ামী লীগ মনোনীত প্রার্থী চৌধুরী আবদুল্লাহ আল মাহমুদ (আল আমিন চৌধুরী), গণতন্ত্রী পার্টির মনোনীত মিহির রঞ্জন দাস, স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র দাখিল করেছেন, বর্তমান সংসদ সদস্য ড. জয়াসেন গুপ্তা, যুক্তরাজ্য শ্রমিক লীগের সভাপতি মো. সামছুল হক চৌধুরী, অবসরপ্রাপ্ত যুগ্ম সচিব মিজানুর রহমান, ঋতেশ রঞ্জন দেব। এর মধ্যে চৌধুরী আল মাহমুদ চৌধুরী ২টি মনোনয়নপত্র জমা দিয়েছেন।

 

সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) আসনে ৬ প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। এ আসনে বুধবার সহকারি রিটার্নিং অফিসারের নিকট মনোনয়নপত্র দাখিল করেছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। এছাড়াও মনোনয়নপত্র দাখিল করেছেন, তৃণমূল বিএনপি মনোনীত প্রার্থী সাবেক এমপি শাহিনুর পাশা চৌধুরী, জাকের পার্টি মনোনীত প্রার্থী মো. নজরুল ইসলাম,জাতীয় পার্টি মনোনীত প্রার্থী তৌফিক আলী ও তালুকদার মো. মকবুল হোসেন এবং স্বতন্ত্র প্রার্থী মো. মাহফুজুর রহমান।

 

সুনামগঞ্জ-৪ (সদর-বিশ্বম্ভরপুর) আসনে ৮ প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। এরা হচ্ছেন, জাতীয় পার্টি মনোনীত প্রার্থী বর্তমান এমপি পীর ফজলুর রহমান, আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোহাম্মদ সাদিক, জাসদ মনোনীত প্রার্থী আবু তাহের মো. রুহুল ইসলাম, ন্যাশনাল পিপলস পার্টি(এনপিপি) মনোনীত প্রার্থী মোহাম্মদ দিলোয়র, বিএনএম মনোনীত প্রার্থী সাবেক এমপি দেওয়ান শামছুল আবেদীন, বাংলাদেশ সুপ্রীম পার্টি (বিএসপি) মনোনীত প্রার্থী আবুল ফজল মো. মাসউদ, স্বতন্ত্র প্রার্থী মো. এনামুল কবীর ইমন, মো. মোবারক হোসেন।

 

সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) আসনে ১১ প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। এরা হচ্ছেন, আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বর্তমান এমপি মুহিবুর রহমান মানিক, জাতীয় পার্টি মনোনীত প্রার্থী মো. নাজমুল হুদা, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট(বিএনএফ) মনোনীত প্রার্থী মো. আশরাফ হোসেন, জাকের পার্টি মনোনীত প্রার্থী শেখ ইয়াকুব আলী, গণফোরাম মনোনীত প্রার্থী আইয়ুব করম আলী, বাংলাদেশ সুপ্রীম পার্টি (বিএসপি) মনোনীত প্রার্থী আবু সালেহ,ন্যাশনাল পিপল্স পার্টি (এনপিপি) মনোনীত প্রার্থী আজিজুল হক, জাতীয় পার্টি মনোনীত প্রার্থী মনির উদ্দিন, কৃষক শ্রমিক জনতা লীগ মনোনীত প্রার্থী হাজী অব্দুল জলিল, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট মনোনীত প্রার্থী সাচ্চু বিশ^াস, স্বতন্ত্র প্রার্থী শামীম আহমদ চৌধুরী।

 

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজারের ৪টি সংসদীয় আসনে ৩২ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। তাদের মধ্যে রয়েছেন আওয়ামী লীগ, জাতীয় পার্টি, জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ), তৃণমূল বিএনপি, ইসলামিক ঐক্যজোট, বাংলাদেশ ইসলামিক ফ্রন্ট, বিকল্পধারা ও বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটসহ একাধিক স্বতন্ত্র প্রার্থী। মৌলভীবাজার-১ আসনে পাঁচজন, মৌলভীবাজার-২ আসনে দশ জন, মৌলভীবাজার-৩ আসনে এগারো জন ও মৌলভীবাজার-৪ আসনে ছয় জন মনোনয়ন জমা দিয়েছেন।
মৌলভীবাজার- ১ আসনে বর্তমান এমপি মো. শাহাবুদ্দিনসহ মনোনয়ন পত্র জমা দিয়েছেন মোট ৫ প্রার্থী। তাদের মধ্যে রয়েছেন জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকে আহমেদ রিয়াজ উদ্দিন, তৃণমূল বিএনপির মো. আনোয়ার হোসেন, স্বতন্ত্র প্রার্থী ফারুক আহমদ ও মো. ময়নুল ইসলাম।

 

মৌলভীবাজার-২ আসনে নৌকা প্রতীকে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, তৃণমূল বিএনপির এম এম শাহীন, জাসদের মো. বদরুল হোসেন, ইসলামী ঐক্যজোটের মাওলানা আছলাম হোসাইন রাহমানী, বিকল্পধারার মো. কামরুজ্জামান সিমু এবং ইসলামি ফ্রন্টের এনামুল হক মাহতাব, জাতীয় পার্টির মাহবুব আলম ও আব্দুল মালিক, স্বতন্ত্র প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি অধ্যক্ষ এ কে এম সফি আহমদ সলমান, স্বতন্ত্র প্রার্থী হিসেবে মো. আব্দুল মতিন মনোনয়ন জমা দিয়েছেন।

 

মৌলভীবাজার-৩ আসনে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী জিল্লুর রহমানসহ মোট ১১ জন মনোনয়ন পত্র জমা দিয়েছেন। এরমধ্যে রয়েছেন জাসদের আব্দুল মছব্বির, ওয়ার্কাস পার্টির তাপস কুমার ঘোষ, জাতীয় পার্টির রুহুল আমিন ও মো. আলতাফুর রহমান, সাংস্কৃতিক মুক্তি জোটের ফাহাদ আলম, ইসলামী ফ্রন্টের আব্দুর রউফ, জাকের পার্টির মোহাম্মদ আব্দুল কাইয়ুম, এনপিপির আবু বক্কর, স্বতন্ত্র প্রার্থী যুক্তরাজ্য আওয়ামী লীগের সহ-সভাপতি এম এ রহিম সিআইপি ও সাদেক আহমদ।

মৌলভীবাজার-৪ আসনে মোট মনোনয়ন জমা দিয়েছেন ৬ জন প্রার্থী। এরমধ্যে এই আসনের ছয়বারের সংসদ সদস্য সাবেক হুইপ ও বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. আব্দুস শহীদ, জাতীয় পার্টির নেতা মো. মস্তান মিয়া, ইসলামি ঐক্যফ্রন্টের আব্দুল মুহিদ হাসানী, ইসলামিক ঐক্যজোট মো. আনোয়ার হোসাইন, জাকের পার্টির মুহিবুর রহমান আজাদ, স্বতন্ত্র প্রার্থী নজরুল ইসলাম মনোনয়ন পত্র জমা দিয়েছেন।

 

হবিগঞ্জে উৎসব মুখর পরিবেশে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীরা। জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসারদের নিকট তারা মনোনয়নপত্র জমা দেন। সন্ধ্যা ৬টা পর্যন্ত ৩১ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন বলে নিশ্চিত হওয়া গেছে।

 

তারা হচ্ছেন হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনে এডভোকেট আমাতুল কিবরিয়া চৌধুরী কেয়া, হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনে আওয়ামী লীগ দলীয় বর্তমান সংসদ সদস্য এডভোকেট মো. আব্দুল মজিদ খান ও জাতীয় পার্টি নেতা শংকর পাল এবং হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনে ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন।

হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনে ৫ জন প্রার্থী। তারা হলেন- আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি, কেন্দ্রীয় আওয়ামী লীগের কার্য নির্বাহী কমিটির সদস্য ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ডা. মুশফিক হুসেন চৌধুরী, জাতীয় পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান সাবেক এমপি এমএ মুনিম চৌধুরী বাবু, স্বতন্ত্র প্রার্থী এডভোকেট আমাতুল কিবরিয়া চৌধুরী কেয়া, শাহনেওয়াজ গাজী মিলাদ এমপির ছোট ভাই কেন্দ্রীয় যুবলীগের কার্য নির্বাহী কমিটির সদস্য শাহেদ গাজী ও অনলাইনে জমা দেন তৃণমূল বিএনপি প্রার্থী মইনুর রশীদ চৌধুরী।

 

হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনে আওয়ামী লীগের এডভোকেট ময়েজ উদ্দিন শরীফ রুয়েল, স্বতন্ত্র প্রার্থী এডভোকেট মো. আব্দুল মজিদ খান ও জাতীয় পার্টি নেতা শংকর পাল।

 

হবিগঞ্জ-৩ (সদর-লাখাই-শায়েস্তাগঞ্জ) আসনে আওয়ামী লীগের এডভোকেট মো. আবু জাহির, জাতীয় পার্টির প্রকৌশলী এমএ মুমিন চৌধুরী বুলবুল, জাকের পার্টির মো. আনছারুল হক।

 

হবিগঞ্জ-৪ আসনে আওয়ামী লীগ দলীয় প্রার্থী বর্তমান এমপি এডভোকেট মো. মাহবুব আলী, জাতীয় পার্টির আহাদ উদ্দিন চৌধুরী, বাংলাদেশ কংগ্রেস পার্টির মো. আল আমিন, ইসলামী ঐক্যজোটের আবু ছালেহ, বংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম) এর মো. মোখলেছুর রহমান, জাকের পার্টির সৈয়দ আবুল খায়ের, স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন, চুনারুঘাট প্রেসক্লাব সভাপতি জামাল হোসেন লিটন। এছাড়াও আরো ১২ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন।

গুণ গত মান যার ভাল তার দাম একটু বেশি সিলেটের সেরা বাগানের উন্নত চা প্রতি কেজি চা দাম ৪৫০ টাকা হোম ডেলি বারি দেয়া হয়

tree

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন