প্রকাশিত: ৯:৩৮ পূর্বাহ্ণ, নভেম্বর ২৫, ২০২৩
নিউজ ডেস্ক : আসন্ন সংসদ নির্বাচনে সিলেটের ১৯টি সংসদীয় আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম জমা দিয়েছেন ১৭২ জন। প্রতিটি আসনে বর্তমান এমপি, বিভিন্ন পর্যায়ের নেতা, প্রবাসীর মতো স্থানীয় সরকারের অন্তত ২৭ প্রতিনিধি মনোনয়ন ফরম জমা দিয়েছেন।
তাদের মধ্যে তিনজন রয়েছেন বর্তমান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। অন্য জনপ্রতিনিধিদের মধ্যে সিলেট বিভাগের চার জেলায় সাবেক ও বর্তমান ১৪ উপজেলা চেয়ারম্যানসহ রয়েছেন পৌরসভার মেয়র, জেলা পরিষদের সাবেক প্রশাসক এবং উপজেলা ভাইস চেয়ারম্যান।
মনোনয়ন ফরম জমা দেওয়া ইউপি চেয়ারম্যানদের মধ্যে রয়েছেন, সিলেট-৪ আসনে পশ্চিম আলীরগাঁও ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়া হেলাল, সুনামগঞ্জ-১ আসনে ধর্মপাশা উপজেলার সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়নের চেয়ারম্যান নাসরিন সুলতানা দীপা ও হবিগঞ্জ-২ আসনে বানিয়াচং উপজেলার মকরমপুর ইউপি চেয়ারম্যান আহাদ মিয়া। এ ছাড়া গত ইউপি নির্বাচনে জামানত হারানো হবিগঞ্জ-৩ আসনে মনোনয়ন ফরম জমা দিয়েছেন আবুল হাসেম মোল্লা মাসুম।
সিলেট জেলায় জনপ্রতিনিধিদের মধ্যে আওয়ামী লীগের মনোনয়ন ফরম জমা দিয়েছেন সিলেট-২ আসনে বিশ্বনাথ উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম নুনু মিয়া, সিলেট-৬ আসনে গোলাপগঞ্জ উপজেলা চেয়ারম্যান মঞ্জুর শাফি চৌধুরী এলিম, বিয়ানীবাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম পল্লব ও গোলাপগঞ্জ পৌরসভার সাবেক মেয়র জাকারিয়া আহমদ পাপলু।
সুনামগঞ্জ-১ আসনে তাহিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান করুণা সিন্ধু চৌধুরী বাবুল, সুনামগঞ্জ-২ থেকে শাল্লা উপজেলা পরিষদের চেয়ারম্যান, আইজিপির ভাই আল আমিন চৌধুরী ও সাবেক উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট অবনী মোহন দাস, দিরাই উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রিপা সিনহা, সুনামগঞ্জ-৪ আসনে জেলা পরিষদের চেয়ারম্যান নুরুল হুদা মুকুট ও তাঁর ভাই সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল হুদা চপল, সাবেক জেলা প্রশাসক ব্যারিস্টার এনামুল কবির ইমন ও সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নিগার সুলতানা কেয়া মনোনয়নপ্রত্যাশী।
মৌলভীবাজার-১ আসনে বড়লেখা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর, মৌলভীবাজার-২ আসনে কুলাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান শফি আহমদ সলমান, সাবেক চেয়ারম্যান মোহাম্মদ কামরুল ইসলাম, মৌলভীবাজার-৩ আসনে মৌলভীবাজার পৌরসভার মেয়র মোহাম্মদ ফজলুর রহমান ও সদর উপজেলা চেয়ারম্যান কামাল হোসেন মনোনয়ন ফরম জমা দিয়েছেন।
হবিগঞ্জ-১ আসনে হবিগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান ডা. মুশফিক হোসেন চৌধুরী, হবিগঞ্জ-২ আসনে বানিয়াচং উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী, আজমিরীগঞ্জ উপজেলা চেয়ারম্যান মর্তুজা হাসান ও হবিগঞ্জ-৪ আসনে মাধবপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জাকির হোসেন চৌধুরী অসীম ফরম সংগ্রহ করেছেন।
বিভিন্ন উপজেলার একাধিক আওয়ামী লীগ নেতা জানিয়েছেন, কিছু জনপ্রতিনিধির সত্যিকার অর্থে জাতীয় নির্বাচন করার মতো সক্ষমতা রয়েছে। তবে অধিকাংশ মনোনয়নপ্রত্যাশী নিজের নাম প্রচারে নৌকা চেয়েছেন।
তবে সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুর রহমান চৌধুরী জানান, দলের যে কেউ মনোনয়ন ফরম কিনে জমা দিতে পারেন। যোগ্যতার ভিত্তিতে দল তাকে মনোনয়ন দেবে। কাউকে অবহেলার চোখে দেখার সুযোগ নেই।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
Design and developed by Web Nest