প্রকাশিত: ২:২৬ অপরাহ্ণ, নভেম্বর ১৯, ২০২৩
নিউজ ডেস্ক : তফসিল বাতিলের দাবিতে বিএনপি ও জামায়াতের ডাকে সিলেটসহ সারাদেশে ৪৮ ঘন্টার হরতাল কর্মসূচি চলছে। রোববার (১৯ নভেম্বর) ভোর ৬টা থেকে শুরু হওয়া এই কর্মসূচি চলবে মঙ্গলবার ভোর ৬টা পর্যন্ত।
তবে প্রথমদিন রোববার সিলেট মহানগরীতে হরতালের তেমন একটা প্রভাব পড়েনি। সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে যথারীতি ছেড়ে গেছে দুরপাল্লার বাস। এছাড়াও সকাল থেকেই সিএনজিচালিত অটোরিকশা ও রিকশা সহ অন্যান্য যানবাহন চলছে বিভিন্ন রোডে।
সরেজমিনে দেখা যায়, সিলেট-ঢাকা মহাসড়ক সহ গুরুত্বপূর্ণ সড়কগুলোতে যানবাহন চলাচল অন্যন্য দিনের তুলনায় কিছুটা কম থাকলেও সিলেট নগরীর পরিবেশ ছিলো স্বাভাবিক। অন্যান্য দিনের মতোই ছিলো যানজট, কর্মব্যস্ত ছিলো মানুষ। নগরীর বিভিন্ন ধরনের মার্কেট বিপণীবিতান সকালের দিকে কিছুটা কম খোলা থাকলেও বেলা বাড়ার সাথে সাথে প্রায় সবগুলো মার্কেট বিপণীবিতান খোলে।
সিলেটের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে পুলিশি টহল ছিলো লক্ষণীয়। হরতালের সমর্থনে বিএনপির নেতাকর্মীরা দুয়েক জায়গায় পিকেটিং ও গাড়ি ভাঙচুর করেছেন।
রোববার (১৯ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে আম্বরখানার লেচুবাগান এলাকায় হরতাল সমর্থনে একটি ঝটিকা মিছিল বের হয়। এসময় একটি ট্রাক ভাঙচুর করেন তারা। তবে পুলিশ আসার আগেই দ্রুত স্থান ত্যাগ করেন হরতাল সমর্থকরা।
প্রত্যক্ষদর্শী সূত্র জানা যায়, দুপুর সাড়ে ১২টার দিকে প্রভাতি পীরমহল্লা এলাকায় কয়েকটি মোটরসাইকেলে হেলমেটধারীরা সড়ক অবরোধ করে একটি ট্রাকের গ্লাস ভাংচুর করে এবং ককটেল বিস্ফোরণ ঘটায়। কয়েক মিনিটের মধ্যে পুলিশ আসার আগেই সটকে পড়ে দুর্বৃত্তরা।
এদিকে, দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির নেতাকর্মীরা বঙ্গবীর রোডের লাউয়াই এলাকায় ঝটিকা মিছিল, গাড়ি ভাঙচুর ও ককটেল বিস্ফোরণ করেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার বিকেলে উপজেলা বিএনপির কয়েকজন নেতাকর্মী বঙ্গবীর রোডের লাউয়াই এলাকায় ঝটিকা মিছিল নিয়ে বের হয়ে নুরজাহান মহিলা কলেজের রাস্তার সামনে পিকেটিং শুরু করেন। এসময় তারা কয়েকটি গাড়িকে তাড়া করেন ও ককটেল বিস্ফোরণ ঘটান। মিনিট দেড়েকের মধ্যেই তাড়া মোটর সাইকেল যোগে নুরজাহান মহিলা কলেজের রাস্তার দিকে চলে যান।
এসময় প্রত্যক্ষদর্শীরা আতঙ্কিত হয়ে উঠার পাশাপাশি বলাবলি করেন- ‘ইতা বিএনপির দেড় মিনিটের পিকেটিং’।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Design and developed by Web Nest