মিমের জন্য বিশেষ বার্তা জিতের

প্রকাশিত: ১২:৪৭ অপরাহ্ণ, নভেম্বর ১২, ২০২৩

মিমের জন্য বিশেষ বার্তা জিতের

বিনোদন ডেস্ক : টালিউড অভিনেতা জিতের সঙ্গে ‘মানুষ’ সিনেমায় দ্বিতীয়বারের মতো অভিনয় করেছেন ঢালিউড নায়িকা বিদ্যা সিনহা মিম। ছবিটি পরিচালনা করেছেন ঢাকার সঞ্জয় সমদ্দার।

 

শুক্রবার ট্রেলার উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি মিম। এদিকে ১০ নভেম্বর শুক্রবারই ছিল মিমের জন্মদিন। জন্মদিনে বিশেষ বার্তা পাঠালেন জিৎ।

 

জিৎ বলেন, ‘কাকতালীয়ভাবে আজ মিমের জন্মদিন। তাই আপনাদের সবার মাধ্যমে মিমকে শুভেচ্ছা জানাই। হ্যাপি বার্থডে মিম।’

 

তিনি আরও বলেন, ‘আমরা কি আরেকটু জোরে শুভেচ্ছা জানাতে পারি? মিমের ভালো লাগবে’।

 

এরপর সবাই চিৎকার করে শুভেচ্ছা জানান।

 

ট্রেলার প্রকাশের পর ছবিটি নিয়ে কথা বলেন নির্মাতা-শিল্পীরা। ছবির নামের প্রসঙ্গে নির্মাতা সঞ্জয় সমদ্দার বলেছেন, ‘এটা মানুষের গল্প। মানুষের জীবনের সঙ্গে সম্পৃক্ত একটা গল্প। যেমন টানাপড়েন, উত্থান-পতন, ভালো-মন্দ যা কিছু মানুষের জীবনে ঘটে, সেসব এই ছবিতে উঠে এসেছে। তাই এই নাম।’

 

‘মানুষ’ নিয়ে জিৎ বলেন, ‘এই ছবিটা আমাদের সবার কাছে বিশেষ। কারণ গল্পটা যেদিন প্রথম শুনেছিলাম, সে দিনই মনে হয়েছিল, এই গল্পে চমৎকার কিছু আছে। আর ওই দিনই আমরা চূড়ান্ত করেছিলাম যে, এই গল্পে আমরা কাজ করবো।’

 

ছবিটি জিৎ নিজেই প্রযোজনা করেছেন। এই প্রথম টালিউডের কোনো সিনেমা ঢাকার নির্মাতা বানালেন। আগামী ২৪ নভেম্বর ছবিটি ভারতে বাংলা ও হিন্দি ভাষায় মুক্তি পাবে। সেই সঙ্গে বাংলাদেশেও মুক্তি পাওয়ার কথা রয়েছে।

নামাজের সময়সূচী সেপ্টেম্বর মাস-২০২৪

নামাজের সময়সূচি
> ফজর- ৪:২৭ মিনিট।
> জোহর- ১১:৪৯ মিনিট।
> আসর- ৪:১৩ মিনিট।
> মাগরিব- ৬:0৩ মিনিট।
> ইশা- ৭:০৬ মিনিট।

গুণ গত মান যার ভাল তার দাম একটু বেশি সিলেটের সেরা বাগানের উন্নত চা প্রতি কেজি চা দাম ৪৫০ টাকা হোম ডেলি বারি দেয়া হয়

tree

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন