প্রকাশিত: ১২:৩১ অপরাহ্ণ, নভেম্বর ৭, ২০২৩
নিজস্ব প্রতিবেদক : প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি বলেছেন, সবার সহযোগীতায় সিলেট সিটি করপোরেশন একটি সফল সিটি করপোরেশন হবে। অভিজ্ঞতার আলোকে আগের মেয়র সহযোগীতার হাত প্রসারিত করবেন, নতুন মেয়র অভিজ্ঞদের পরামর্শ নিয়ে সাফল্যের পথে এগিয়ে যাবেন, এটাই আমাদের সবার প্রত্যাশা।
তিনি বলেন, আনোয়ারুজ্জামান চৌধুরী দেশে-বিদেশে একজন জনপ্রিয় মানুষ। তার মেধা ও অভিজ্ঞতায় সিলেট সিটি করপোরেশনের মানুষের সব সমস্যা অবশ্যই দূর হবে। বিশেষ করে জলাবদ্ধতা সমস্যার সমাধানে নতুন মেয়র মনোযোগী হবেন।
তিনি বিদায়ী মেয়র আরিফুল হক চৌধুরী ও দায়িত্বপ্রাপ্ত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীকে আন্তরিক শুভেচ্ছা জানান।
মন্ত্রী ইমরান আজ মঙ্গলবার ( ৭ নভেম্বর) বিকেলে নগরভবন প্রাঙ্গনে সিলেট সিটি করপোরেশনের দায়িত্ব হস্তান্তর ও সুধি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
সিলেট সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা ফাহিমা ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সুধি সমাবেশে শুভেচ্ছা বক্তব্য রাখেন সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাাডভোকেট নাসির উদ্দিন খান।
এছাড়াও বক্তব্য রাখেন সিলেট মহানগর পুলিশের কমিশনার ইলিয়াস শরীফ, সিলেটের জেলা প্রশাসক রাসেল হাসান, সিলেট জেলার পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন, সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সাংসদ শফিকুর রহমান চৌধুরীসহ আরও অনেকে।
অনুষ্ঠান পরিচালনা করেন সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের সভাপতি রজতকান্তি গুপ্ত ও জান্নাতুল নাজনিন আশা।
এ রিপোর্ট লেখার সময় (বিকেল সোয়া পাঁচটা) পর্যন্ত অনুষ্ঠান চলছিল।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
Design and developed by Web Nest