প্রকাশিত: ২:৩২ অপরাহ্ণ, নভেম্বর ৩, ২০২৩
আন্তর্জাতিক ডেস্ক : হামাস ইসরাইল সংঘাতে ইসরাইলের পক্ষ না নেওয়ায় সাবেক ব্রিটিশ বক্সার আমির খানের স্ত্রী ফারিয়াল মাখদুমকে হুমদি দিয়েছে ইসরাইলের একটি সংস্থা। সেইসঙ্গে ইসরাইলকে সমর্থন দিলে তাকে পুরস্কৃত করার প্রস্তাবও দেওয়া হয়েছে।
ফারিয়াল মাখদুমকে হোয়াটসঅ্যাপে এ হুমদি ও প্রস্তাব দেওয়া হয়েছে। আর সেই হুমকির স্ক্রিনশট সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে (টুইটারে) শেয়ার করেছেন তিনি।
ওই স্ক্রিনশটে দেখা যায়, যুক্তরাষ্ট্রের একটি নম্বর থেকে তাকে একটি মেসেজ পাঠানো হয়েছে। মেসেজে বলা হয়েছে, আপনি যদি ইসরাইলকে সমর্থন করেন এবং ফিলিস্তিন সম্পর্কে পোস্ট করা বন্ধ করেন তবে আপনাকে পুরস্কৃত করা হবে। আর যদি তা না করেন এবং এই মেসেজ সম্পর্কে সবাইকে জানিয়ে দেন তবে আপনাকে গুরুতর পরিণতি ভোগ করতে হবে।
তবে এ হুমকিতে দমে যাওয়ার পাত্রী নন ফারিয়াল মাখদুম। স্পষ্টভাবে তা জানিয়ে দিয়েছেন ক্যাপশনে। তিনি লিখেছেন, এটি কি আমাকে থামিয়ে দেবে? না।
প্রসঙ্গত, গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ৭ অক্টোবর থেকে এ পর্যন্ত ইসরাইলি বিমান হামলায় অন্তত ৯ হাজার ২২৭ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এরই মধ্যে তিন হাজার ৮২৬ জনই শিশু। পাশাপাশি নিহতদের মধ্যে দুই হাজার ৪০৫ জন নারীও রয়েছেন। এই সময়ে দখলদার ইসরাইলি বাহিনীর হামলায় আহত হয়েছেন আরও অন্তত ৩২ হাজার ৫০০ ফিলিস্তিনি।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Design and developed by Web Nest