সুনামগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে : নিহত ১, আহত ৩৫

প্রকাশিত: ১:০৬ অপরাহ্ণ, অক্টোবর ২৫, ২০২৩

সুনামগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে : নিহত ১, আহত ৩৫

2

সুনামগঞ্জ জেলা প্রতিনিধি : সুনামগঞ্জের দিরাই উপজেলায় আধিপত্য বিস্তার নিয়ে দু’পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধসহ ৩৫ জন আহত হয়েছেন। পুকিডর গ্রামে দুলাল মিয়া (৩০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

 

মঙ্গলবার (২৪ অক্টোবর) দুপুরে উপজেলার কুলঞ্জ ইউনিয়নের রাড়ইল গ্রামে এ ঘটনা ঘটে।

 

5

বুধবার দুপুর ১২টার দিকে পূর্ব বিরোধ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আরজু খাঁ ও হোসেন খাঁয়ের লোকদের মধ্যে এই সংঘর্ষ হয়।

 

5

নিহত দুলাল মিয়া উপজেলার জগদল ইউনিয়নের পুকিডর গ্রামের বাসিন্দা মৃত আলীম উদ্দিনের ছেলে।

7

 

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুক্তাদির হোসেন।

 

7

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, আরজু খাঁন ও হোসেন খাঁয়ের মধ্যে জমিজামা নিয়ে দ্বন্দ্ব ছিলো দীর্ঘদিনের। এরই জের ধরে বুধবার সকালের দিকে দুপক্ষের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ শুরু হয়। এরপর উভয়পক্ষের লোকজনই বন্দুক নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। পরে দুইপক্ষের গোলাগুলিতে গ্রামে আতঙ্ক সৃষ্টি হয়। এ সময় গুলিবিদ্ধ হয়ে দুলাল নিহত হন এবং অন্তত ৩৫ জন আহত হয়েছেন।

 

দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুক্তাদির হোসেন জানান, খবরে পেয়ে দিরাই থানাপুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এ ঘটনায় এখনো কাউকে আটক করা হয়নি। ময়না তদন্তের জন্য লাশ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ সংক্রান্ত আরও সংবাদ

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

গুণ গত মান যার ভাল তার দাম একটু বেশি সিলেটের সেরা বাগানের উন্নত চা প্রতি কেজি চা দাম ৪৫০ টাকা হোম ডেলি বারি দেয়া হয়

tree

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন

sylhet24

Follow for More!

1
4