কুলাউড়ায় শতাধিক পূজামণ্ডপ পরিদর্শন : সাদরুলের

প্রকাশিত: ২:৪৮ অপরাহ্ণ, অক্টোবর ২৪, ২০২৩

কুলাউড়ায় শতাধিক পূজামণ্ডপ পরিদর্শন : সাদরুলের

নিজস্ব প্রতিবেদক : হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মৌলভীবাজারের কুলাউড়ায় গত ২২-২৩ অক্টোবর ১৩ ইউনিয়ন ও এক পৌরসভায় শতাধিক পূজামণ্ডপ পরিদর্শন করে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন বাংলাদেশ আওয়ামী লীগ অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপকমিটির সদস্য সাদরুল আহমেদ খান।

 

এ সময় তিনি বলেন সুদীর্ঘকাল ধরেই সাম্প্রদায়িক সম্প্রীতির অপূর্ব মিলনস্থল কুলাউড়া। এখানে সকল ধর্ম-বর্ণ-গোষ্ঠী ও সম্প্রদায়ের মানুষ নির্বিঘ্নে ও শান্তিপূর্ণ পরিবেশে তাদের ধর্মকর্ম সম্পাদন করছে।

এবারের দুর্গাপূজায়ও এর ব্যতিক্রম হয়নি। সনাতন ধর্মাবলম্বীরা সম্পূর্ণ নিরাপদ পরিবেশে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পূজা উদ্‌যাপন করেছেন। এ জন্য তিনি স্থানীয় প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

 

এছাড়াও বিভিন্ন মণ্ডপের নেতৃবৃন্দ যুবক তরুন ও বাগান পঞ্চায়েতের নেতাদের আন্তরিক আতিথেয়তায় ধন্যবাদ পোষন করেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

গুণ গত মান যার ভাল তার দাম একটু বেশি সিলেটের সেরা বাগানের উন্নত চা প্রতি কেজি চা দাম ৪৫০ টাকা হোম ডেলি বারি দেয়া হয়

tree

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন