প্রকাশিত: ৭:২১ অপরাহ্ণ, অক্টোবর ৮, ২০২৩
নিজস্ব প্রতিবেদক : আ’লী শিক্ষা ও মানবসম্পদ উপকমিটির সদস্য শাহজাহানের উপনির্বাচনে প্রার্থী মনোনীত হওয়ায় সাদরুলের শুভেচ্ছা
ব্রাহ্মণবাড়িয়া-২ সংসদীয় আসনের উপ-নির্বাচনে আ’লীগের শিক্ষা ও মানবসম্পদ উন্নয়ন উপকমিটির সদস্য অধ্যক্ষ মো. শাহজাহান আলম সাজু মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ। এদিকে লক্ষ্মীপুর-৩ আসনের উপ-নির্বাচনে মনোনয়ন পেয়েছেন গোলাম ফারুক পিংকু।
রোববার (৮ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর গণভবনে আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।
শিক্ষা ও মানব সম্পদ উপকমিটির অন্যতম সদস্য অধ্যক্ষ শাহজাহান সাজু ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের আহ্বায়ক ও প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন। এছাড়াও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী কল্যাণ ট্রাস্টের সচিব এবং স্বাধীনতা শিক্ষক পরিষদের (স্বাশিপ) সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। অন্যদিকে মোহাম্মদ গোলাম ফারুক পিংকু নোয়াখালী জেলা আওয়ামী লীগের সভাপতি।
একাদশ জাতীয় সংসদের শূন্যঘোষিত এ দুটি আসনে উপ-নির্বাচন আগামী ৫ নভেম্বর। তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ১১ অক্টোবর এবং যাচাই-বাছাই ১২ অক্টোবর।
ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে স্বতন্ত্র হিসেবে নির্বাচিত এমপি উকিল আব্দুস সাত্তার ভূঞা এবং লক্ষ্মীপুর-৩ আসনে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে নির্বাচিত এমপি এ কে এম শাহজাহান কামাল এর মৃত্যুতে আসন দুটি শূন্য হয়।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Design and developed by Web Nest