প্রকাশিত: ১:৩০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৪, ২০২২
অনলাইন ডেস্ক : শেখ হাসিনার সরকারকে টিকিয়ে রাখতে ভারতের কাছে সহায়তা চাওয়া নিয়ে যে বক্তব্য দিয়েছিলেন, সেই বক্তব্যের ব্যাখ্যা দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। রোববার (৪ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রধানমন্ত্রীর ভারত সফর উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ বিষয়ে ব্যাখ্যা দেন।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম ও পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘চট্টগ্রামে আমার দেওয়া বক্তব্য বিভিন্ন মিডিয়ায় ভুলভাবে এসেছে। আমি একটি ফিলোসফি দিয়েছি। আমি বলেছি, কোনো দেশের সরকার স্থিতিশীল থাকলে মানুষ সুখে থাকে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় থাকলে এই অঞ্চল শান্তি ও স্থিতিশীল থাকবে। এই অঞ্চলের টেকসই উন্নয়ন হবে। ’
ড. মোমেন বলেন, ‘মালয়েশিয়া ও সিঙ্গাপুরে দীর্ঘমেয়াদি সরকার থাকায় সেখানে স্থিতিশীলতা ছিল। আর স্থিতিশীলতার জন্য উন্নয়নও ত্বরান্বিত হয়েছে। আমাদের প্রধানমন্ত্রী আছেন বলেও উন্নয়ন ত্বরান্বিত হচ্ছে। ’
পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘আসামের মুখ্যমন্ত্রী আমাকে বলেছিলেন, এক সময় এই অঞ্চলে অস্থিতিশীলতা ছিল বলে, আসাম-মেঘালয়ে কেউ ইনভেস্ট করতো না। তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জিরো টলারেন্স ঘোষণা দেওয়ায় এই অঞ্চলে স্থিতিশীলতা এসেছে। আমাদের অনেক উন্নয়নও হয়েছে। ’
‘আমি সেদিন এটাই বলতে চেয়েছি। তবে গণমাধ্যমে আমার সঠিক বক্তব্য আসেনি’, যোগ করেন ড মোমেন।
গত ১৮ আগস্ট চট্টগ্রামে এক অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী বলেছিলেন, ‘আমি ভারতে গিয়ে বলেছি, শেখ হাসিনাকে টিকিয়ে রাখতে হবে। ’ এই বক্তব্য দেওয়ার পর রাজনৈতিক মহলে তীব্র সমালোচনা শুরু হয়।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
Design and developed by Web Nest