প্রকাশিত: ৯:৪৯ পূর্বাহ্ণ, জুলাই ২৬, ২০২৩
সুনামগঞ্জ জেলা প্রতিনিধি : সুনামগঞ্জের শান্তিগঞ্জের পাথারিয়ায় বস্তাবন্দি অবস্থায় লাশ উদ্ধার হওয়া শিক্ষার্থী রাজনা হত্যার প্রতিবাদ ও বিচারের দাবীতে মানববন্ধন করেছে এলাকাবাসী, স্কুল কলেজের ছাত্র/ছাত্রী ও বিভিন্ন সামাজিক সংগঠন। ঘটনার তিনদিন পেরিয়ে গেলেও এখনো ঘটনার রহস্য উদঘাটন না হওয়ায় পুলিশের প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী। বুধবার(২৬ জুলাই) সকাল ১১ টায় পাথারিয়া বাজারে ঘন্টাব্যাপী চলমান এই মানববন্ধনে এলাকাবাসী, সুরমা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও আশপাশ এলাকার মানুষজন অংশগ্রহণ করেন।
এসময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে আসেন উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার উজ জামান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক নূর হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান দুলন রানী তালুকদার ও পাথারিয়া ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম।
মানববন্ধনে উপস্থিত ছিলেন, সুরমা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের প্রধান শিক্ষক আমিনুল ইসলাম, ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুল মোমিন, গনিগঞ্জ ষোলগ্রাম উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তদবির আলম, পাথারিয়া গ্রামের মুরব্বি মো: তারা মিয়া, মুশাহিদ মিয়া, সুনা মিয়া, সাবেক মেম্বার কাইয়ুম মিয়া, ইমান আলী, রফিক মিয়া, মুক্তচিন মিয়া, উপজেলা কৃষকলীগের আহবায়ক ফয়েজুর রহমান, সাবেক ইউপি চেয়ারম্যান মুস্তফা, পাথারিয়া বাজার কমিটির সভাপতি হারুন মিয়া, সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য হাবিবুর রহমান, বিজয় সমাজকল্যাণ সংস্থার সভাপতি আবু সালেহ জনি ও সাধারণ সম্পাদক শিপন মিয়াসহ হাজারো মানুষ।
মানববন্ধনে বক্তারা বলেন, আমরা এই নির্মম হত্যাকান্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। যারা একাজ করেছে তারা পাষন্ড।দুঃখের বিষয় হল আজ তিন দিন হয়ে গেলেও এখনো রহস্য উদঘাটন করতে পারেনি পুলিশ।এখন পর্যন্ত দোষীদের আটক বা গ্রেফতার করা হয়নি। অনতিবিলম্বে দোষীদের খুঁজে বের করে এমন শাস্তি দেওয়া হোক যাতে কোনো অপরাধী এমন ধরনের কাজ না করতে পারে। যারা রাজনাকে নির্মমভাবে হত্যা করেছে তাদের দ্রুত গ্রেফতার না করলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।
মেয়ে হত্যার বিচার চেয়ে আহাজারি করে বাবা ইসরাইল আলী বলেন, ‘আমি নাম দস্তখত জানি না, রিক্সা চালাইয়া পুরিটারে (মেয়েটারে) পড়াইছি, আমার পুরি পুলিশ অইতো আছিল (হতে চেয়েছিল), খুব কষ্ট দিয়া মারছে (মেরেছে) পুরিটারে, আমি খুনিরে দেখতাম চাই।যারা ঘটনায় ঘটাইছে তারার ফাঁসি চাই৷
উল্লেখ্য-গত ২২ জুলাই সন্ধ্যায় শান্তিগঞ্জ উপজেলার পাথারিয়া গ্রামের শরীফপুর তালুকদার বাড়ী সংলগ্ন গ্রাম্য রাস্তার পাশ থেকে পাথারিয়া গ্রামের ইসরাইল মিয়ার মেয়ে রাজনা বেগম (১৬) নামের ওই স্কুলছাত্রীর বস্তাবন্দি লাশ উদ্ধার করে পুলিশ৷




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Design and developed by Web Nest