প্রকাশিত: ৬:১৪ পূর্বাহ্ণ, জুলাই ১০, ২০২৩
নিউজ ডেস্ক : মৌলভীবাজারের কুলাউড়ায় পূর্বশত্রুতার জেরে হোসাইন মুহাম্মদ জিলান (২২) নামে এক তরুণকে কুপিয়ে হত্যার ঘটনায় থানায় মামলা করা হয়েছে।
রোববার (৯ জুলাই) বিকেলে জিলানের পিতা আব্দুল হামিদ বাদী হয়ে ৯ জনের নামোল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৫ থেকে ৬ জনের বিরুদ্ধে এ মামলা করেন।
মামলার আগে ও পরে ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে গত ৮ ও ৯ জুলাই মামলার প্রধান আসামিসহ ৩ জনকে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন- মামলার প্রধান আসামি ঘাগটিয়া এলাকার মৃত সরবর খানের ছেলে রুমেল খান (৪০), নেওয়ার আলীর ছেলে হেলাল আহমদ (২৮) ও হারুন মিয়ার ছেলে মাহি হোসেন (২২)।
সোমবার (১০ জুলাই) সকালে বিষয়টি নিশ্চিত করে কুলাউড়া থানার ওসি মো. আব্দুছ ছালেক জানান, উপজেলার জয়চণ্ডী ইউনিয়নসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মামলার প্রধান আসামিসহ ৩ জনকে গ্রেপ্তার করা হয়। পলাতক আসামিদেরও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
উল্লেখ্য, গত ৩ জুলাই সন্ধ্যায় উপজেলার জয়চণ্ডী ইউনিয়নের ঘাগটিয়া গ্রামের আব্দুল হামিদের ছেলে জিলান মোটরসাইকেলযোগে তার ছোট ভাইকে শহরে বাসে তুলে দিতে গিয়ে দুর্বৃত্তদের হামলায় আহতের পর সিলেটের একটি হাসপাতালে ৫ দিন চিকিৎসাধীন থাকা অবস্থায় ৭ জুলাই রাতে মারা যায়।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
Design and developed by Web Nest