শর্তসাপেক্ষে লাইসেন্স পেল নগদ

প্রকাশিত: ২:৫৯ অপরাহ্ণ, আগস্ট ৩০, ২০২২

শর্তসাপেক্ষে লাইসেন্স পেল নগদ

1

অনলাইন ডেস্ক : নগদ ফাইন্যান্স প্রাইভেট কোম্পানি লিমিটেড নামে শর্তসাপেক্ষে লাইসেন্স দেয়া হয়েছে মোবাই ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) প্রতিষ্ঠান নগদ’কে। মঙ্গলবার (৩০ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের ৪২৪তম পর্ষদ সভায় প্রতিষ্ঠানটিকে কার্যক্রম পরিচালনার জন্য এলওআই (লেটার অফ ইন্টেন্ট) লাইসেন্স দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

1

বিষয়টি জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. সিরাজুল ইসলাম। তিনি বলেন, ‘কিছু শর্তসাপেক্ষে নগদকে এলওআই দেয়া হয়েছে।’

5

এর ফলে নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান হিসেবে অনুমোদন পেল বাংলাদেশ ডাক বিভাগের মোবাইল আর্থিক লেনদেন সহযোগী প্রতিষ্ঠান-নগদ। এতদিন বাংলাদেশ ব্যাংকের অন্তর্বর্তীকালীন অনুমোদন নিয়ে ব্যবসা করছিল প্রতিষ্ঠানটি। এ নিয়ে বাংলাদেশে আর্থিক প্রতিষ্ঠানের সংখ্যা দাঁড়াল ৩৫টি।

1

২০১৯ সালের ২৬ মার্চ যাত্রা শুরু করে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ‘নগদ’। ডাক বিভাগের সাথে রাজস্ব ভাগাভাগি চুক্তির আওতায় ব্যবসা চালিয়ে যায় প্রতিষ্ঠানটি।

তবে, দীর্ঘদিন যাবত শর্ত পূরণে ব্যর্থ হওয়ায় কেন্দ্রীয় ব্যাংকের লাইসেন্স পায়নি নগদ। মালিকানা ছাড়াই ডাক বিভাগের ব্রান্ড ব্যবহার করায় সমালোচনার মুখে সরকারি প্রতিষ্ঠানটির সাথে মালিকানা চুক্তির উদ্যোগ নেয় নগদ।

5

ডাক বিভাগের ৫১ শতাংশ মালিকানায় একটি স্বতন্ত্র প্রতিষ্ঠান গড়ে তোলার উদ্যোগের এক বছর পাড় হলেও তা বাস্তবায়ন হয়নি। জানা গেছে, প্রতিষ্ঠানটি বড় অঙ্কের লোকসানে থাকায় ডাক বিভাগ মালিকানা নিতে রাজি হচ্ছে না।

এ সংক্রান্ত আরও সংবাদ

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

গুণ গত মান যার ভাল তার দাম একটু বেশি সিলেটের সেরা বাগানের উন্নত চা প্রতি কেজি চা দাম ৪৫০ টাকা হোম ডেলি বারি দেয়া হয়

tree

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন

sylhet24

Follow for More!

1
3