প্রকাশিত: ১:৩৯ অপরাহ্ণ, আগস্ট ৩০, ২০২২
অনলাইন ডেস্ক : জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। বলিউডের চেয়ে বর্তমানে হলিউডকেই প্রাধান্য দিচ্ছেন তিনি।
প্রায় এক দশক হলো হলিউডে নাম লেখিয়েছেন প্রিয়াঙ্কা। একটা সময় বলিউডে দাপিয়ে বেড়িয়েছেন, কিন্তু সেটি ফেলে নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছেন। ‘কোয়ান্টিকো’ টিভি সিরিজে সাড়া ফেলার পর এখন নিজের অবস্থানটা আরো একটু শক্ত করছেন বলিউডের ‘দেশি গার্ল’।
মার্কিন মুলুকের বিনোদন ইন্ডাস্ট্রিতে সফলতা-ব্যর্থতা নিয়ে এক সাক্ষাৎকারে কথা বলেছেন প্রিয়াঙ্কা। এই অভিনেত্রী বলেন, ‘আমি সবসময়ই উচ্চাকাঙ্খী। নির্দিষ্ট একটি লক্ষ্য নিয়ে চলি। আমার চ্যালেঞ্জ ভালো লাগে, নিজেকে ভাঙতে পছন্দ করি। আমার উত্থান দরকার, জ্ঞান দরকার। এগুলো সব মিলে গেলেই মনে হয়, আমি অনেক কিছু করতে পারি। যদি একটু ভেঙে বলি— দেখবেন ভারতে আমার অভিনয় কেরিয়ার সফল। আমি সেখানে সেরা কিছু চলচ্চিত্র পরিচালকের সঙ্গে কাজ করেছি। আমি যে সব সিনেমায় অভিনয় করেছি সেগুলো নিয়ে আমি গর্বিত।’
‘বেওয়াচ’, ‘ইজন্ট ইট রোম্যান্টিক’, ‘দ্য ম্যাট্রিক্স রেজারেকশন’ সিনেমায় অভিনয় করেছেন প্রিয়াঙ্কা। তার ভাষায়, ‘অভিনেত্রী হিসেবে আমি এখনো হলিউডে নতুন। তবে এখন এমন জায়গায় পৌঁছেছি যেখানে আমার ওপর সেই ভরসাটা তৈরি হয়েছে। নিজের পছন্দ মতো কাজ করতে পারছি। আর এটার জন্য আমাকে অনেক পরিশ্রম করতে হয়েছে।’
বর্তমানে হলিউডের একাধিক প্রজেক্ট নিয়ে ব্যস্ত প্রিয়াঙ্কা। মুক্তির অপেক্ষায় তার ‘ইটস অল কামিং ব্যাক টু মি’ সিনেমাটি। এছাড়া অ্যামাজনের ‘সিটাডেল’ সিরিজের শুটিং শেষ করেছেন এই অভিনেত্রী।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
Design and developed by Web Nest