কুলাউড়ায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ১৬ লক্ষ টাকা বরাদ্দ প্রধানমন্ত্রীকে ধন্যবাদ আবু জাফর রাজু

প্রকাশিত: ৮:০৬ পূর্বাহ্ণ, মে ১৬, ২০২৩

কুলাউড়ায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ১৬ লক্ষ টাকা বরাদ্দ প্রধানমন্ত্রীকে ধন্যবাদ   আবু জাফর রাজু

6

নিজস্ব প্রতিবেদক : কুলাউড়ায় ১৬ লক্ষ টাকা প্রাথমিক বিদ্যালয়ে সরকারী বরাদ্দ অনুমোদন দেয়ায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার মোহাম্মদ আবু জাফর রাজু। এছাড়াও স¤প্রতি কুলাউড়ায় বিভিন্ন খাতে আরও বেশ কিছু বরাদ্ধ প্রদান করা হয়েছে।

 

8

জানাগেছে, ২০২২-২০২৩ অর্থ বছরে প্রাথমিক বিদ্যালয় সমূহে ১৬ টি ভবন/ অতিরিক্ত শ্রেণীকক্ষ নির্মাণের জন্য কর্তৃপক্ষ কর্তৃক অনুমোদিত হয়েছে। এছাড়া ৮ টি প্রাথমিক বিদ্যালয় সীমানা প্রাচীন নির্মাণ, ১৩টি প্রাথমিক বিদ্যালয় বৃহৎ মেরামতের/মেনটেনেন্স ব্যবস্থা এবং ৮টি প্রতিষ্ঠানে ক্ষুদ্র মেরামতের জন্য ২ লক্ষ টাকা করে ১৬ লক্ষ টাকা বরাদ্দ হয়েছে । ২০২১-২০২২ অর্থ বছরে ২৩টি প্রাথমিক বিদ্যালয় নতুন ভবন/ অতিরিক্ত শ্রেণীকক্ষ, ৮১টি প্রাথমিক বিদ্যালয়ে ২ লক্ষ টাকা করে ১ কোটি ৬২ লক্ষ টাকা ক্ষুদ্র মেরামতের জন্য ও ৭টি প্রাথমিক বিদ্যালয় বৃহৎ মেরামতের জন্য ৬.৫-৭.০ লক্ষ টাকা করে প্রায় ৪৮ লক্ষ টাকা বরাদ্দ হয়েছে এবং বেশ কয়েকটি প্রতিষ্ঠানে সীমানা প্রাচীর নির্মিত হয়েছে।

1

 

কুলাউড়াবাসীকে এতগুলো উপহার দেয়ার জন্য প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে আন্তরিক কৃতজ্ঞতা ও অভিনন্দন জানান প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার আবু জাফর রাজু।

 

3

এসময় তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা কুলাউড়া তথা মৌলভীবাজার বাসীর জন্য খুবই আন্তরিক। এ জনপদের উন্নয়নে তিনি কাজ করে যাচ্ছেন। মোহাম্মদ আবু জাফর রাজু আগামী জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-২ আসনের নৌকার সম্ভাব্য প্রার্থী হিসেবে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।

5

এ সংক্রান্ত আরও সংবাদ

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

গুণ গত মান যার ভাল তার দাম একটু বেশি সিলেটের সেরা বাগানের উন্নত চা প্রতি কেজি চা দাম ৪৫০ টাকা হোম ডেলি বারি দেয়া হয়

tree

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন

sylhet24

Follow for More!

1
7