প্রকাশিত: ৯:৩৫ পূর্বাহ্ণ, এপ্রিল ৮, ২০২৩
নিজস্ব প্রতিবেদক : দুবাইয়ে গ্লোবাল ইয়ুথ লিডারশিপ অ্যাওয়ার্ড গ্রহণ করার পর নিজ এলাকা কুলাউড়া উপজেলার সকল জনপ্রতিনিধিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তাদের সাথে শুভেচ্ছা ও অভিজ্ঞতা বিনিময় করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা উপকমিটির সদস্য, স্কোয়াড্রন লীডার (অব.) সাদরুল আহমেদ খান।
গত ৩০ মার্চ কুলাউড়া পৌরসভা, কুলাউড়া সদর ও জয়চণ্ডী ইউনিয়ন থেকে শুরু হওয়া এ শুভেচ্ছা বিনিময় বৃহস্পতিবার (৬ এপ্রিল) শেষ হয়। এর আগে ২ এপ্রিল ভাটেরা, বরমচাল, ব্রাহ্মণবাজার ও ভূকশিমইল ইউনিয়ন, ৪ এপ্রিল টিলাগাঁও, হাজীপুর ও শরীফপুর ইউনিয়ন এবং শেষদিন ৬ এপ্রিল রাউৎগাঁও, পৃথিমপাশা ও কর্মধা ইউনিয়নে অর্জিত ট্রফিটি সকল জনপ্রতিনিধিদের মাঝে দেখানোর পর শুভেচ্ছা ও অভিজ্ঞতা বিনিময় করা হয়। এ কার্যক্রমের সমন্বয় করেন ডা. নারায়ণ চন্দ্র ও পরিচালনা করেন জনি তালুকদার।
জানা যায়, গত ১৮ মার্চ ‘দুবাই গ্লোবাল ইয়ুথ লিডারশিপ অ্যাওয়ার্ড-২০২৩’-এর জন্য সাদরুলকে জুরি বোর্ড মনোনীত করে। তৃণমূল পর্যায়ে বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের জন্য এ অ্যাওয়ার্ডে তাকে মনোনীত করে বোর্ডটি।
এ প্রসঙ্গে সাদরুল আহমেদ খান সময় কুলাউড়াকে বলেন, কুলাউড়ার জনপ্রতিনিধিগণ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে আমাকে সহযোগিতা করেছেন বলেই এ অর্জনটি করা সম্ভব হয়েছে। তাই এ প্রাপ্তি আমাদের সকলের।
সাদরুল খান আরও বলেন, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সবসময় বলেন- তৃণমূল কর্মীই আওয়ামী লীগের প্রাণ। আওয়ামী লীগের সক্রিয় সদস্য হয়ে নিজ এলাকার উন্নয়নে তৃণমূল পর্যায়ে মানুষের মানোন্নয়নে কাজ করছি। ভবিষ্যতেও কুলাউড়াবাসীর উন্নয়নে কাজ অব্যাহত রাখার আশ্বাস প্রদান করেন তিনি।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Design and developed by Web Nest