প্রকাশিত: ৯:৩৫ পূর্বাহ্ণ, এপ্রিল ৮, ২০২৩
নিজস্ব প্রতিবেদক : দুবাইয়ে গ্লোবাল ইয়ুথ লিডারশিপ অ্যাওয়ার্ড গ্রহণ করার পর নিজ এলাকা কুলাউড়া উপজেলার সকল জনপ্রতিনিধিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তাদের সাথে শুভেচ্ছা ও অভিজ্ঞতা বিনিময় করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা উপকমিটির সদস্য, স্কোয়াড্রন লীডার (অব.) সাদরুল আহমেদ খান।
গত ৩০ মার্চ কুলাউড়া পৌরসভা, কুলাউড়া সদর ও জয়চণ্ডী ইউনিয়ন থেকে শুরু হওয়া এ শুভেচ্ছা বিনিময় বৃহস্পতিবার (৬ এপ্রিল) শেষ হয়। এর আগে ২ এপ্রিল ভাটেরা, বরমচাল, ব্রাহ্মণবাজার ও ভূকশিমইল ইউনিয়ন, ৪ এপ্রিল টিলাগাঁও, হাজীপুর ও শরীফপুর ইউনিয়ন এবং শেষদিন ৬ এপ্রিল রাউৎগাঁও, পৃথিমপাশা ও কর্মধা ইউনিয়নে অর্জিত ট্রফিটি সকল জনপ্রতিনিধিদের মাঝে দেখানোর পর শুভেচ্ছা ও অভিজ্ঞতা বিনিময় করা হয়। এ কার্যক্রমের সমন্বয় করেন ডা. নারায়ণ চন্দ্র ও পরিচালনা করেন জনি তালুকদার।
জানা যায়, গত ১৮ মার্চ ‘দুবাই গ্লোবাল ইয়ুথ লিডারশিপ অ্যাওয়ার্ড-২০২৩’-এর জন্য সাদরুলকে জুরি বোর্ড মনোনীত করে। তৃণমূল পর্যায়ে বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের জন্য এ অ্যাওয়ার্ডে তাকে মনোনীত করে বোর্ডটি।
এ প্রসঙ্গে সাদরুল আহমেদ খান সময় কুলাউড়াকে বলেন, কুলাউড়ার জনপ্রতিনিধিগণ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে আমাকে সহযোগিতা করেছেন বলেই এ অর্জনটি করা সম্ভব হয়েছে। তাই এ প্রাপ্তি আমাদের সকলের।
সাদরুল খান আরও বলেন, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সবসময় বলেন- তৃণমূল কর্মীই আওয়ামী লীগের প্রাণ। আওয়ামী লীগের সক্রিয় সদস্য হয়ে নিজ এলাকার উন্নয়নে তৃণমূল পর্যায়ে মানুষের মানোন্নয়নে কাজ করছি। ভবিষ্যতেও কুলাউড়াবাসীর উন্নয়নে কাজ অব্যাহত রাখার আশ্বাস প্রদান করেন তিনি।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
Design and developed by Web Nest