কুলাউড়ায় ৭ই মার্চের প্রদর্শনীতে উপছে পড়া ভীড়

প্রকাশিত: ৬:৪৮ অপরাহ্ণ, মার্চ ১১, ২০২৩

কুলাউড়ায় ৭ই মার্চের প্রদর্শনীতে উপছে পড়া ভীড়

নিজস্ব প্রতিবেদক :  আজ ১০ মার্চ শনিবার সন্ধ্যায় কুলাউড়ার কর্মধা ইউনিয়নের টাট্টিউলি বাজারে বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণের উপর ডিজিটাল প্রদর্শনীতে জনতার ডল নামে। লোক সমাগম সামলাতে হিমসিম খেতে হয়েছে সেচ্ছাসেবী দক্ষিণ টাট্টিউলি যুব কল্যাণ সংস্থার সদস্যদের।

 

উল্লেখ্য গত ১লা মার্চ থেকে চালু হওয়া বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ সংক্রান্ত ভিডিও চিত্র প্রদর্শনী কুলাউড়া উপজেলার বিভিন্ন হাট বাজারে প্রদর্শন করা হচ্ছে।

 

ইতোমধ্যে হাজিপুর ইউনিয়নের কটারকোনা বাজার ও পীরের বাজার, শরীফপুর ইউনিয়নের চাতলাপুর চা বাগান ও নসীরগঞ্জ বাজার, কুলাউড়া সদর ইউনিয়নের গাজীপুর বাজার ও প্রতাবী বাজারে এই প্রদর্শনী প্রচার করা হয়েছে। এর উদ্যোক্তা বাংলাদেশ আওয়ামী লীগ অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপকমিটির সদস্য স্কোয়াড্রন লীডার (অবঃ) সাদরুল আহমেদ খান।

 

আয়োজকরা জানান এরকম সাড়া অব্যাহত থাকলে এরকম ১০০ রোডশো করেও তৃপ্তি পাওয়া যাবে আর নিরবচ্ছিন্ন বিদ্যুৎ থাকায় প্রদর্শনী আরো আকর্ষনীয় হয়ে উঠছে সবার কাছে।