আর্চারিতে বাংলাদেশের তিন পদক

প্রকাশিত: ১২:১৬ অপরাহ্ণ, আগস্ট ১৭, ২০২২

আর্চারিতে বাংলাদেশের তিন পদক

8

অনলাইন ডেস্ক : ইসলামিক সলিডারিটি গেমসে বাংলাদেশ আজ (১৭ আগস্ট) বুধবার তিনটি পদক জিতেছে। তিনটি পদকই আর্চারি থেকে।

কম্পাউন্ড নারী দলগত ইভেন্টে রৌপ্য, রিকার্ভ পুরুষ ও নারী দলগত ইভেন্টে ব্রোঞ্জ জিতেছে বাংলাদেশ।
শুরুতেই পথ হারালেন রোকসানা আক্তার, শ্যামলী রায়, পুস্পিতা জামানরা। পরে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিলেও তেমনটি হয়ে উঠেনি। স্বাগতিক তুরস্ক স্বর্ণ জয় করেছে। বাংলাদেশকে সন্তুষ্ট থাকতে হলো রুপা নিয়েই।

4

তুরস্কের কনিয়াতে চলমান ইসলামিক সলিডারিটি গেমসে একমাত্র আর্চারি ইভেন্ট থেকেই পদক পাচ্ছে বাংলাদেশ। বুধবার সেই ধারাবাহিকতায় মেয়েদের কম্পাউন্ড দলগত ইভেন্টে তুরস্কের কাছে ২২৯-২২২ পয়েন্টে হেরে রুপা পেয়েছে দল।

4

আরচারিতে বাংলাদেশ আরেকটি ব্রোঞ্জ পদক পেয়েছে ছেলেদের রিকার্ভ দলগত বিভাগে। এই বিভাগের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে বাংলাদেশ ৬-০ সেট পয়েন্টে হারিয়েছে সৌদি আরবকে। এছাড়া ব্রোঞ্জ এসেছে রিকার্ভ নারী দলগত বিভাগেও। তৃতীয় স্থান নির্ধারনী ম্যাচে বাংলাদেশ ৬-২ সেট পয়েন্টে হারিয়েছে উজবেকিস্তানকে।

3

আজ বিকেলের সেশনে রিকার্ভ ও কম্পাউন্ড মিশ্র বিভাগের খেলা রয়েছে। কম্পাউন্ড মিশ্রে বাংলাদেশের পদকের সম্ভাবনা রয়েছে। আগামীকাল রয়েছে শুধু ব্যক্তিগত ইভেন্টের খেলা। বাংলাদেশের একমাত্র রোকসানা আক্তার কম্পাউন্ড নারী এককে ব্রোঞ্জের জন্য খেলবেন। ব্যক্তিগত এককে বাংলাদেশের কোনো আর্চার আর পদকের জন্য লড়বেন না।

এ সংক্রান্ত আরও সংবাদ

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

গুণ গত মান যার ভাল তার দাম একটু বেশি সিলেটের সেরা বাগানের উন্নত চা প্রতি কেজি চা দাম ৪৫০ টাকা হোম ডেলি বারি দেয়া হয়

tree

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন

sylhet24

Follow for More!

1
2