শিক্ষাবিষয়ক পূর্ণাঙ্গ টেলিভিশন নিয়ে কাজ চলছে : শিক্ষামন্ত্রী

প্রকাশিত: ১২:৪৩ অপরাহ্ণ, জানুয়ারি ২৪, ২০২৩

শিক্ষাবিষয়ক পূর্ণাঙ্গ টেলিভিশন নিয়ে কাজ চলছে : শিক্ষামন্ত্রী

অনলাইন ডেস্ক : শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, শিক্ষা বিষয়ক পূর্ণাঙ্গ টেলিভিশন নিয়ে কাজ চলছে।

 

তিন দিনব্যাপী বার্ষিক জেলা প্রশাসক সম্মেলনের প্রথম দিন মঙ্গলবার (২৪ জানুয়ারি) ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসকদের সাথে শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে মত বিনিময় শেষে তিনি একথা বলেন।

 

তিনি বলেন, জেলা প্রশাসকরা বেসরকারি শিক্ষকদের নীতিমালা করারও প্রস্তাব দিয়েছেন, ভালো প্রস্তাব। এটা নিয়েও কাজ চলছে। হাওর অঞ্চলে ছুটির ভিন্ন ক্যালেন্ডার প্রস্তাব দিয়েছেন তারা। এছাড়া কারিগরি শিক্ষায় বয়সের বাধা তুলে দেওয়ার প্রস্তাবও দেওয়া হয়েছে।

 

দীপু মনি বলেন, নতুন শিক্ষাক্রম বাস্তবায়নে ডিসিরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। পাঠ্যবইয়ের ভুল সংশোধনের বিষয়ে ডিসিদের অবহিত করা হয়েছে।

 

বৈঠকে, শিক্ষা বিষয়ক পূর্ণাঙ্গ টেলিভিশনের চ্যানেল চালুর প্রস্তাব দিয়েছেন জেলা প্রশাসকরা। একইসঙ্গে বেসরকারি শিক্ষকদের জন্য নীতিমালা করার প্রস্তাবও দেওয়া হয়।

 

উল্লেখ্য, মঙ্গলবার ‘ডিসি কনফারেন্স-২০২৩’ এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধনের পর রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে মন্ত্রণালয় ও বিভাগভিত্তিক কার্য অধিবেশন অনুষ্ঠিত হয়।

এ সংক্রান্ত আরও সংবাদ

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন

সিলেট সেহরি ও ইফতারের সময়সূচি ২০২৪

সিলেট সেহরি ও ইফতারের সময়সূচি ২০২৪