৬ বছরের নাতনীকে ধর্ষণ, দাদা গ্রেফতার

প্রকাশিত: ১২:৫৩ অপরাহ্ণ, আগস্ট ১১, ২০২২

৬ বছরের নাতনীকে ধর্ষণ, দাদা গ্রেফতার

2

অনলাইন ডেস্ক : সিলেটের গোলাপগঞ্জে খাবারের লোভ দেখিয়ে দোকানের ভেতরে নিয়ে ৬ বছর বয়সী নাতনিকে ধর্ষণের অভিযোগে ভুলু মিয়া নামে একজনকে গ্রেপ্তার করেছে গোলাপগঞ্জ মডেল থানার পুলিশ।

7

বৃহস্পতিবার (১১ আগস্ট) সকালে উপজেলার ঢাকাদক্ষিণ ইউনিয়নের বারকোট গ্রামে তার বোনের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

3

গ্রেপ্তারকৃত ভুলু মিয়া উপজেলার লক্ষণাবন্দ ইউনিয়নের মাঝপাড়া গ্রামের মৃত জোবেদ আলীর ছেলে।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ১৪ মে ভুলু মিয়া খাবারের লোভ দেখিয়ে লক্ষণাবন্দ ইউনিয়নের চৌধুরী বাজারে তার নিজ দোকানে নিয়ে শিশুটিকে ধর্ষণ করেন। এ ঘটনা টাকার বিনিময়ে ধামাচাপা দেন স্থানীয়রা। পরে বিষয়টি জেনে মানবাধিকার সংস্থা আসক ফাউন্ডেশনের সিলেট বিভাগের সভাপতি রকিব আল মাহমুদ বাদী হয়ে ধর্ষণের শিকার শিশুর মাসহ ৬ জনকে আসামি করে গোলাপগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ করেন। সেই অভিযোগটি আমলে নিয়ে থানায় রেকর্ডভুক্ত করে পুলিশ। মামলায় অভিযুক্ত অন্য আসামিরা আদালত থেকে জামিন লাভ করে। তবে প্রধান অভিযুক্ত ভুলু মিয়া এতদিন পলাতক ছিলেন। অবশেষে গোপন সংবাদের ভিত্তিতে তাকে তার বোনের বাড়ি থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামিকে গ্রেপ্তারের পর আদালতে প্রেরণ করা হয়েছে।

3

এ সংক্রান্ত আরও সংবাদ

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

গুণ গত মান যার ভাল তার দাম একটু বেশি সিলেটের সেরা বাগানের উন্নত চা প্রতি কেজি চা দাম ৪৫০ টাকা হোম ডেলি বারি দেয়া হয়

tree

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন

sylhet24

Follow for More!

1
5