নাটকীয়তার পর প্রতিনিধি পরিষদের স্পিকার হলেন ম্যাকার্থি

প্রকাশিত: ১:০৯ অপরাহ্ণ, জানুয়ারি ৭, ২০২৩

নাটকীয়তার পর প্রতিনিধি পরিষদের স্পিকার হলেন ম্যাকার্থি

আন্তর্জাতিক ডেস্ক : কয়েক দিনের নাটকীয়তার পর শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রের কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের স্পিকার নির্বাচিত হয়েছেন রিপাবলিকান কেভিন ম্যাকার্থি। শনিবারের নির্বাচনে ২১৬ ভোট পেয়ে জয়ী হন ক্যালিফোর্নিয়ার এই প্রতিনিধি। তার ডেমোক্র্যাট প্রতিদ্বন্দ্বী হাকিম জেফরিস পেয়েছেন ২১২ ভোট।

 

প্রতিনিধি পরিষদে রিপাবলিকানরা সংখ্যাগরিষ্ঠ হলেও কট্টরপন্থিদের কারণে গত চার দিন ধরে ১৪ বার ভোটাভুটির পরও স্পিকার নির্বাচন করা যায়নি। গত ১৬০ বছরের বেশি সময় ধরে মার্কিন কংগ্রেসে এ ধরনের পরিস্থিতি দেখা যায়নি। শনিবার ১৫ বারের মতো ভোট হলে তাতে সফল ৫৭ বছরের ম্যাকার্থি। অবশ্য এর জন্য কট্টরপন্থিদের কাছে ম্যাকার্থিকে ব্যাপক ছাড় দিতে হয়েছে।

 

স্পিকার নির্বাচিত হওয়ার পর ম্যাকার্থি টুইটারে লিখেছেন, ‘আমি আশা করি এই সপ্তাহের পরে একটি জিনিস পরিষ্কার হবে: আমি কখনই হাল ছাড়ব না। এবং আমি আমেরিকান জনগণ, আপনাদের জন্য কখনও হাল ছাড়ব না।’

 

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ম্যাকার্থিকে তার বিজয়ের জন্য অভিনন্দন জানিয়েছেন এবং বলেছেন যে তিনি রিপাবলিকান পার্টির সাথে সহযোগিতা করার জন্য উন্মুখ।

এ সংক্রান্ত আরও সংবাদ

গুণ গত মান যার ভাল তার দাম একটু বেশি সিলেটের সেরা বাগানের উন্নত চা প্রতি কেজি চা দাম ৪৫০ টাকা হোম ডেলি বারি দেয়া হয়

tree

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন