রাশিয়ার বিমান ঘাঁটিতে ইউক্রেনের ড্রোন হামলা

প্রকাশিত: ১২:৫১ অপরাহ্ণ, ডিসেম্বর ২৬, ২০২২

রাশিয়ার বিমান ঘাঁটিতে ইউক্রেনের ড্রোন হামলা

অনলাইন ডেস্ক : দক্ষিণ রাশিয়ার ‘এক্সএঙ্গেলস বোম্বার’ বিমান ঘাঁটিতে ড্রোন হামলা করেছে ইউক্রেন। হামলায় তিনজন নিহত হয়েছেন বলে অভিযোগ তুলেছে মস্কো।

 

তবে, এই হামলার বিষয়ে ইউক্রেনের সেনাবাহিনী আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি।

 

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, স্থানীয় সময় রোববার (২৬ ডিসেম্বর) দিবাগত রাতে কম উচ্চতায় উড়তে থাকা ইউক্রেনীয় ড্রোনটি তাদের বিমান ঘাঁটিতে গুলি চালায়। যদি পরে ড্রোনটি ভূপাতিত করা হয়েছে।

 

ড্রোনের ধ্বংসাবশেষের আঘাতে তিনজন রাশিয়ান সেনা মারা গেছে- মন্ত্রণালয় যোগ করেছে।

 

এদিকে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন সারাতোভ গভর্নর রোমান বুসারগিন। নিশ্চয়তা দিয়ে তিনি বলেছেন, এঙ্গেলস শহরের ‘বাসিন্দাদের জন্য কোনো ধরনের হুমকি নেই’।

 

গত ২৪ ফেব্রুয়ারি পর থেকে ইউক্রেনের বিভিন্ন লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর জন্য এঙ্গেলস বিমান ঘাঁটি ব্যবহার করেছে রাশিয়া।

এ সংক্রান্ত আরও সংবাদ

গুণ গত মান যার ভাল তার দাম একটু বেশি সিলেটের সেরা বাগানের উন্নত চা প্রতি কেজি চা দাম ৪৫০ টাকা হোম ডেলি বারি দেয়া হয়

tree

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন