প্রকাশিত: ১১:৪৩ পূর্বাহ্ণ, আগস্ট ৭, ২০২২
অনলাইন ডেস্ক : চীন সীমান্তের কাছে যৌথ সামরিক অভিযান চালাবে ভারত ও যুক্তরাষ্ট্র। ভারতের সঙ্গে বিরোধপূর্ণ চীনের সীমান্ত থেকে ১০০ কিলোমিটারের কম দূরে এই মহড়া অনুষ্ঠিত হবে।
ভারতীয় একজন সেনা কর্মকর্তার বরাত দিয়ে সিএনএন জানিয়েছে , ভারতের উত্তরাখণ্ড রাজ্যের আউলি শহরের কাছে অক্টোবরের মাঝামাঝি সময়ে এ মহড়া অনুষ্ঠিত হতে যাচ্ছে।
আউলি শহর হিমালয় পর্বতের দক্ষিণ ঢালে অবস্থিত।
সমুদ্রপৃষ্ঠ থেকে ১০ হাজার ফুট উচ্চতায় মহড়া চালাবে দিল্লি ও ওয়াশিংটন। সামরিক মহড়া প্রসঙ্গে দুই দেশের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এখনো ঘোষণা আসেনি।
প্রকৃত নিয়ন্ত্রণ রেখা থেকে প্রায় ৯৫ কিলোমিটার দূরে অবস্থিত আউলি। এটি ভারত ও চীনকে বিভক্ত করেছে। ১৯৬২ সালে চীন-ভারত যুদ্ধের পর থেকে দুই দেশ এই এলাকার মালিকানা দাবি করে আসছে।
এদিকে ২০২০ সালের জুনে লাদাখে ভারত ও চীন সেনাদের সংঘর্ষ হয়। এতে ২০ ভারতীয় সেনা ও চার চীনা সেনা নিহত হন।
সূত্র: সিএনএন
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
Design and developed by Web Nest