দক্ষিণ সুরমায় মসজিদ কমিটিকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় থানায় অভিযোগ দায়ের

প্রকাশিত: ৬:১৯ অপরাহ্ণ, ডিসেম্বর ১৮, ২০২২

দক্ষিণ সুরমায় মসজিদ কমিটিকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় থানায় অভিযোগ দায়ের

নিউজ ডেস্ক :: সিলেটের দক্ষিণ সুরমায় মসজিদ কমিটি নিয়ে বিরোধের জের ধরে জুম্মার নামাজের পর পরই মুসল্লিদের দু’পক্ষে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ৮ জন আহত হয়েছেন।এর মধ্যে গুরুতর আহত ৪ জনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

ঘটনাটি শুক্রবার (১৬ ডিসেম্বর) বেলা আড়াইটার দিকে দক্ষিণ সুরমার কামালবাজার ইউনিয়নের দক্ষিণ কুড়িগ্রামে ঘটেছে।খবর পেয়ে কামালবাজার তদন্তকেন্দ্র ও দক্ষিণ থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

কামালবাজার পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ এস.আই মো. জাহাঙ্গীর আলমের বরাত দিয়ে জানা যায়,দক্ষিণ সুরমার কামালবাজারস্হ দক্ষিণ কুড়িগ্রামের মসজিদ কমিটি নিয়ে লাল মিয়া,সফিক ও আফরোজ মিয়া দু’পক্ষের বিরোধ চলে আসছে। শুক্রবার জুম্মার নামাজের পর মজসিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনের কথা।এ নিয়ে নামাজের পরপরই লাল মিয়া,সফিক ও আফরোজ মিয়ার পক্ষের লোকজনের মধ্যে উত্তেজনা বিরাজ করে এবং একপর্যায়ে লাঠি-সোটা নিয়ে দু’পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।এসময় দুপক্ষের মাঝে ইট-পাটকেলও নিক্ষেপ করা হয়। সংঘর্ষকালে উভয়পক্ষের অন্তত ৮ জন আহত হন।এর মধ্যে গুরুতর আহত ৪ জনকে ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মারামারির খবর পেয়ে কামালবাজার তদন্তকেন্দ্র ও দক্ষিণ থানা পুলিশের টিম গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

দক্ষিণ সুরমা থানার অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত) সুমন কুমার চৌধুরী বলেন-বশির মিয়া ওরফে লাল বশির বাদী হয়ে আফরুজ আলী গংদের নাম উল্লেখ করে ১৮ ডিসেম্বর একটি অভিযোগ দায়ের করেন।বিষয়টি তদন্তাধীন রয়েছে।মসজিদের পঞ্চায়েত কমিটি,মুরব্বিয়ান সহ স্হানীয় চেয়ারম্যান এ নিয়ে আপোষের মাধ্যমে বিষয়টি সুরাহা করার চেষ্টায় রয়েছেন।সমাধান না হলে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হইবে।

দক্ষিণ সুরমা থানার সহকারী পুলিশ কমিশনার মাইন উদ্দিন খান বলেন-দু’পক্ষের মধ্যে এক পক্ষের অভিযোগ আমরা পেয়েছি।স্হানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ বিষয়টি আপোষ করার জন্য জোরালো চেস্টায় রয়েছেন।বিষয়টি সমাধান না হলে আইন অনুযায়ী পদক্ষেপ গ্রহণ করা হইবে।

এ সংক্রান্ত আরও সংবাদ

গুণ গত মান যার ভাল তার দাম একটু বেশি সিলেটের সেরা বাগানের উন্নত চা প্রতি কেজি চা দাম ৪৫০ টাকা হোম ডেলি বারি দেয়া হয়

tree

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন