সীমান্তে তালেবান হামলায় ৬ পাকিস্তানি নিহত

প্রকাশিত: ১:৩০ অপরাহ্ণ, ডিসেম্বর ১২, ২০২২

সীমান্তে তালেবান হামলায় ৬ পাকিস্তানি নিহত

আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানের তালেবান বাহিনীর বোমা হামলা ও বন্দুকযুদ্ধে পাকিস্তানের ছয় বেসামরিক নাগরিকের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অন্তত আরও ১৭ জন।

 

পাকিস্তান বলছে, রোববার দেশটির সীমান্ত শহর চমনে বিনা উস্কানিতে আফগান সেনাবাহিনী পাকিস্তান সেনাবাহিনীর ওপর হামলা চালায়। পরে পাকিস্তানও হামলার জবাব দেয়। এতে এক আফগান সেনাও নিহত হন।

 

এদিকে এ হামলার নিন্দা জানিয়েছে পাকিস্তান সেনাবাহিনী। অভিযোগ তুলে তারা বলেছে, আফগানরা কোনো উস্কানি ছারাই ‘নির্বিচারে গুলি চালিয়েছে’।

 

প্রধান সীমান্ত পার হওয়া থেকে সংঘর্ষের সূত্রপাত হয়েছে কিনা তা এখনও স্পষ্ট নয়।

 

গত বছর তালেবানদের আফগানিস্তান নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকে নিরাপত্তাহীনতায় ভুগছে প্রতিবেশী দেশগুলো। এর মধ্যে এমন সব ঘটনা সীমান্ত এলাকাগুলোতে উত্তেজনা বাড়াচ্ছে।

 

এ ঘটনায় পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ বলেছেন, আফগানিস্তানের এমন কর্মকাণ্ড ‘কঠোর নিন্দার যোগ্য’।

 

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনের উদ্ধৃতি দিয়ে আফগান নিরাপত্তা সূত্র জানিয়েছে, আফগান সীমান্তে একটি চেকপোস্ট নির্মাণ বন্ধে পাকিস্তানের দাবি করার পরে এ ঘটনা ঘটে।

 

এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক এক আফগান সরকারি কর্মকর্তার বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, আফগান বাহিনী সীমান্তে একটি বেড়া কাটার চেষ্টা করার পর উত্তেজনা ছড়িয়ে পড়ে।

এ সংক্রান্ত আরও সংবাদ

গুণ গত মান যার ভাল তার দাম একটু বেশি সিলেটের সেরা বাগানের উন্নত চা প্রতি কেজি চা দাম ৪৫০ টাকা হোম ডেলি বারি দেয়া হয়

tree

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন