আর্জেন্টিনা সমর্থক ছেলের বাবার প্রাণ গেলো ব্রাজিল সমর্থকদের হামলায়!

প্রকাশিত: ১১:৪৪ পূর্বাহ্ণ, ডিসেম্বর ১০, ২০২২

আর্জেন্টিনা সমর্থক ছেলের বাবার প্রাণ গেলো ব্রাজিল সমর্থকদের হামলায়!

অনলাইন ডেস্ক : হবিগঞ্জের বাহুবলে ব্রাজিল আর্জেন্টিনার ফুটবল খেলা নিয়ে বাকবিতণ্ডার একপর্যায়ে প্রতিপক্ষের হামলায় আব্দুস শহীদ (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

 

শনিবার (১০ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার আদিত্যপুর গ্রামে এ ঘটনা ঘটে।

 

নিহত আব্দুস শহীদ ওই গ্রামের মৃত দেওয়ান আলীর ছেলে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ করে।

 

স্থানীয়রা জানান, শুক্রবার রাতে ব্রাজিলের খেলা চলাকালীন সময়ে আদিত্যপুর গ্রামের আব্দুস শহীদের ছেলে আর্জেন্টিনা সমর্থক রুখন মিয়ার (১৭) সাথে একই গ্রামের টেনু মিয়ার ছেলে ব্রাজিল সমর্থক সজিব মিয়ার (১৮) বাকবিতণ্ডা হয়। পরে বিষয়টি হাতাহাতি পর্যন্ত গড়ায়। একপর্যায়ে স্থানীয়রা বিষয়টি মিমাংসা করে দেন।

 

তবে এরই জের ধরে শনিবার সকালে রুখনের বাবা আব্দুস শহীদকে একা পেয়ে বেধড়ক মারপিট করেন প্রতিপক্ষরা। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে বাহুবল মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) প্রজিৎ কুমার দাস জানান, বিষয়টি জানার পরপরই পুলিশ ঘটনাস্থলে যায়। ব্রাজিল-আর্জেন্টিার খেলার সময় বাকবিতণ্ডার জেরেই এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। এ ঘটনায় জড়িত সবাইকে গ্রেফতার করতে অভিযান চালাচ্ছে পুলিশ।

এ সংক্রান্ত আরও সংবাদ

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

গুণ গত মান যার ভাল তার দাম একটু বেশি সিলেটের সেরা বাগানের উন্নত চা প্রতি কেজি চা দাম ৪৫০ টাকা হোম ডেলি বারি দেয়া হয়

tree

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন

Add