সৌদি আরব-চীনের মধ্যে ৩৪টি চুক্তি সই

প্রকাশিত: ১:১২ অপরাহ্ণ, ডিসেম্বর ৯, ২০২২

সৌদি আরব-চীনের মধ্যে ৩৪টি চুক্তি সই

অনলাইন ডেস্ক : সৌদি আরবে সফররত চীনা প্রেসিডেন্ট শি জিনপিং সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে বৈঠক করেছেন। বৃহস্পতিবার তাদের এ বৈঠকে ৩৪টি চুক্তি সই হয়েছে।

 

খবর এপি ও গালফ নিউজের।

জানা গেছে, চীন সৌদিতে পরিবেশবান্ধব জ্বালানি উৎপাদন, তথ্য-প্রযুক্তি, যোগাযোগ, নির্মাণ ও অন্যান্য শিল্প খাতে বিনিয়োগ করবে। এর মধ্যে রয়েছে ‘হুয়াওয়ে’ মোবাইল ফোন নির্মাতা প্রতিষ্ঠানের প্রবেশাধিকারও। ধারণা করা হচ্ছে, বৈঠকে দুই দেশের মধ্যে ৩০ বিলিয়ন ডলারের চুক্তি হয়েছে।

 

বুধবার সৌদি আরবে পৌঁছান চীনা প্রেসিডেন্ট। তাকে করমর্দন করে ইয়ামামাহ প্রাসাদে স্বাগত জানান ৩৭ বছর বয়সী সৌদি যুবরাজ। দুই নেতা প্রাসাদে পাশাপাশি হেঁটে কথা বলেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

গুণ গত মান যার ভাল তার দাম একটু বেশি সিলেটের সেরা বাগানের উন্নত চা প্রতি কেজি চা দাম ৪৫০ টাকা হোম ডেলি বারি দেয়া হয়

tree

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন