প্রকাশিত: ১:৩৮ অপরাহ্ণ, নভেম্বর ১৭, ২০২১
ফ্রান্স ও বাংলাদেশের মধ্যে অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক জোরদার করতে সমঝোতা স্মারক সই করেছে বাংলাদেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই ও ফ্রান্স-বাংলাদেশ ইকোনমিক চেম্বার (এফবিইসি)।
শুক্রবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় প্যারিসের এফবিইসি কার্যালয়ে এফবিসিসিআই-এর পক্ষে সভাপতি জসিম উদ্দিন এবং এফবিইসি-এর পক্ষে সভাপতি কাজী এনায়েত উল্লাহ সমঝোতা স্মারকে সই করেন।
সমঝোতা স্মারকের আওতায় দু’দেশের বাণিজ্য সম্পর্ক উন্নয়ন ও বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে সহায়তা করবে। এছাড়াও ফ্রান্সে ব্র্যান্ডিং বাংলাদেশ গড়তে দুই চেম্বার একসাথে কাজ করবে।
এর আগে এফবিসিসিআই সভাপতি ও পরিচালকদের ফ্রান্স-বাংলাদেশ ইকোনমিক চেম্বার পক্ষ থেক উষ্ণ সংবর্ধনা দেওয়া হয়।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
Design and developed by Web Nest