প্যারিসে এফবিসিসিআই ও এফবিইসি’র মধ্যে সমঝোতা স্মারক সই

প্রকাশিত: ১:৩৮ অপরাহ্ণ, নভেম্বর ১৭, ২০২১

প্যারিসে এফবিসিসিআই ও এফবিইসি’র মধ্যে সমঝোতা স্মারক সই

ফ্রান্স ও বাংলাদেশের মধ্যে অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক জোরদার করতে সমঝোতা স্মারক সই করেছে বাংলাদেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই ও ফ্রান্স-বাংলাদেশ ইকোনমিক চেম্বার (এফবিইসি)।

শুক্রবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় প্যারিসের এফবিইসি কার্যালয়ে এফবিসিসিআই-এর পক্ষে সভাপতি জসিম উদ্দিন এবং এফবিইসি-এর পক্ষে সভাপতি কাজী এনায়েত উল্লাহ সমঝোতা স্মারকে সই করেন।

এ সময় উপস্থিত ছিলেন এফবিইসি ভাইস প্রেসিডেন্ট ফকরুল আকম সেলিম, এফবিসিসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট মোস্তফা আজাদ চৌধুরী, পরিচালক সাইফুল ইসলাম, প্রীতি চক্রবর্তী, শমী কায়সারসহ দুই চেম্বারের পরিচালকগণ।

সমঝোতা স্মারকের আওতায় দু’দেশের বাণিজ্য সম্পর্ক উন্নয়ন ও বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে সহায়তা করবে। এছাড়াও ফ্রান্সে ব্র্যান্ডিং বাংলাদেশ গড়তে দুই চেম্বার একসাথে কাজ করবে।

এর আগে এফবিসিসিআই সভাপতি ও পরিচালকদের ফ্রান্স-বাংলাদেশ ইকোনমিক চেম্বার পক্ষ থেক উষ্ণ সংবর্ধনা দেওয়া হয়।

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

গুণ গত মান যার ভাল তার দাম একটু বেশি সিলেটের সেরা বাগানের উন্নত চা প্রতি কেজি চা দাম ৪৫০ টাকা হোম ডেলি বারি দেয়া হয়

tree

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন

Add