‘নীতি পুলিশ’ বিলুপ্ত করলো ইরান

প্রকাশিত: ২:০০ অপরাহ্ণ, ডিসেম্বর ৪, ২০২২

‘নীতি পুলিশ’ বিলুপ্ত করলো ইরান

অনলাইন ডেস্ক : এক তরুণীর মৃত্যু ঘিরে দুই মাসেরও বেশি সময় ধরে চলমান আন্দোলনের মুখে ‘নীতি পুলিশ’ বিলুপ্ত করল ইরান। রোববার (৪ নভেম্বর) আলজাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

 

মাসা আমিনি নামে ২২ বছর বয়সী ওই তরুণী ইরানের নীতি পুলিশের হেফাজতে মারা যান। তিনি দেশটির বাধ্যতামূলক পোশাকবিধি অমান্য করার অভিযোগে আটক হয়েছিলেন। তার মৃত্যুর পর বিক্ষোভ ছড়িয়ে পড়ে। পৃথিবীর অন্যান্য দেশে এই বিক্ষোভ ছড়িয়ে যায়।

 

ইরানের অভিশংসক প্রধান মোহাম্মদ জাফর মোন্তাজেরিকে উদ্ধৃত করে স্থানীয় গণমাধ্যম নীতি পুলিশের বিলুপ্তির খবর প্রকাশ করে। শনিবার এক অনুষ্ঠানে তিনি বলেন, নীতি পুলিশের কার্যক্রম শেষ হয়ে গেছে।

 

কেন নীতি পুলিশের বিলুপ্তি ঘোষণা করা হলো- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, বিচার বিভাগের সঙ্গে নীতি পুলিশের কোনো সম্পর্ক নেই। এটি বিলুপ্ত করা হয়েছে।

এ সংক্রান্ত আরও সংবাদ

গুণ গত মান যার ভাল তার দাম একটু বেশি সিলেটের সেরা বাগানের উন্নত চা প্রতি কেজি চা দাম ৪৫০ টাকা হোম ডেলি বারি দেয়া হয়

tree

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন