সিলেটের ৬টি আসন থেকে ১৯ প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ

প্রকাশিত: ৯:২৯ পূর্বাহ্ণ, ডিসেম্বর ২৩, ২০২৫

সিলেটের ৬টি আসন থেকে ১৯ প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ

1

 

নিজস্ব প্রতিবেদক : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিলেট জেলার ৬টি সংসদীয় আসন থেকে মোট ১৯ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

7

 

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) পর্যন্ত এসব মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে।

 

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সিলেট-২ সংসদীয় আসনে সর্বাধিক চার জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। অপরদিকে জেলার বাকি পাঁচটি আসনে তিন জন করে প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

 

মঙ্গলবার সন্ধ্যায় জেলা প্রশাসনের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়। নির্বাচন কমিশনের নির্ধারিত সময়ের মধ্যে মনোনয়নপত্র জমা ও যাচাই-বাছাই কার্যক্রম সম্পন্ন করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

 

জানা গেছে, সিলেট-১ আসনে বিএনপি, জামায়াতে ইসলামী ও গণঅধিকার পরিষদের প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

 

সিলেট-২ আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বিএনপি, খেলাফত ও গণঅধিকার পরিষদের প্রার্থী। এ ছাড়া বিএনপির পক্ষ থেকে আরও একটি মনোনয়ন ফরম কেনা হয়েছে সিলেট-২ আসনের জন্য।

 

সিলেট-৩ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), জাতীয় পার্টি (জিএম কাদের গ্রুপ) ও স্বতন্ত্র প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

 

সিলেট-৪ আসনের জন্য বিএনপি, এনসিপি ও গণঅধিকার পরিষদ প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

5

 

সিলেট-৫ আসনে বিএনপি, জামায়াতে ইসলামী ও স্বতন্ত্র প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

 

1

আর সিলেট-৬ আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বিএনপি, জামায়াতে ইসলামী ও গণঅধিকার পরিষদ প্রার্থী।

 

নির্বাচনের ঘোষিত তপশিল অনুযায়ী, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিতে পারবেন ২৯ ডিসেম্বর পর্যন্ত। মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ৩০ ডিসেম্বর থেকে ২০২৬ সালের ৪ জানুয়ারি পর্যন্ত। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়েরের সময় ৫ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি পর্যন্ত।

8

 

আপিল নিষ্পত্তি হবে ১০ জানুয়ারি থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি। রিটার্নিং কর্মকর্তা চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে প্রতীক বরাদ্দ করবেন ২১ জানুয়ারি। নির্বাচনি প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি। প্রচার চলবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটা পর্যন্ত। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ ফেব্রুয়ারি।

 

এ সংক্রান্ত আরও সংবাদ

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

গুণ গত মান যার ভাল তার দাম একটু বেশি সিলেটের সেরা বাগানের উন্নত চা প্রতি কেজি চা দাম ৪৫০ টাকা হোম ডেলি বারি দেয়া হয়

tree

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন

sylhet24

Follow for More!

1
7