২০২৬ সালের ছুটির তালিকা প্রকাশ, কোন মাসে কদিন ছুটি

প্রকাশিত: ৯:২০ পূর্বাহ্ণ, ডিসেম্বর ২৩, ২০২৫

২০২৬ সালের ছুটির তালিকা প্রকাশ, কোন মাসে কদিন ছুটি

2

 

2

নিউজ ডেস্ক : ২০২৬ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের নির্ধারিত সূচি অনুযায়ী আগামী বছর সাধারণ ছুটি থাকবে মোট ১৪ দিন। এ ছাড়া ঈদুল ফিতর ও ঈদুল আজহা উপলক্ষে নির্বাহী আদেশে অতিরিক্ত ছুটি ঘোষণা করা হয়েছে।

 

তালিকা অনুযায়ী, ৪ ফেব্রুয়ারি (বুধবার) পবিত্র শব-ই-বরাত উপলক্ষে বছরের প্রথম সরকারি ছুটি পালিত হবে। এরপর ২১ ফেব্রুয়ারি (শনিবার) শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সরকারি অফিস বন্ধ থাকবে।

 

মার্চ মাসে একাধিক গুরুত্বপূর্ণ ছুটি রয়েছে। ১৭ মার্চ (মঙ্গলবার) শব-ই-কদর, ২০ মার্চ (শুক্রবার) জুমাতুল বিদা এবং ২১ থেকে ২৫ মার্চ (শনিবার থেকে বুধবার) ঈদুল ফিতর উপলক্ষে নির্বাহী আদেশে টানা ৮ দিনের ছুটি নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া ২৬ মার্চ (বৃহস্পতিবার) স্বাধীনতা ও জাতীয় দিবসে সরকারি ছুটি থাকবে।

 

এপ্রিল মাসের ১৩ তারিখ (সোমবার) চৈত্র সংক্রান্তি এবং ১৪ এপ্রিল (মঙ্গলবার) বাংলা নববর্ষ উপলক্ষে ছুটি ঘোষণা করা হয়েছে। মে মাসের ১ তারিখ (শুক্রবার) মহান মে দিবস এবং ৭ মে (বৃহস্পতিবার) বুদ্ধ পূর্ণিমা (বৈশাখী পূর্ণিমা) উপলক্ষে সরকারি ছুটি থাকবে।

 

একই মাসে ২৮ মে (বৃহস্পতিবার) থেকে ২ জুন (মঙ্গলবার) পর্যন্ত ঈদুল আজহা উপলক্ষে নির্বাহী আদেশে ৬ দিনের ছুটি দেওয়া হয়েছে।

8

 

5

জুন মাসে ২৬ জুন (শুক্রবার) পবিত্র আশুরা উপলক্ষে ছুটি থাকবে। আগস্ট মাসের ৫ তারিখ (বুধবার) জুলাই গণঅভ্যুত্থান দিবস এবং ২৬ আগস্ট (বুধবার) ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সরকারি ছুটি পালিত হবে।

 

সেপ্টেম্বর মাসের ৪ তারিখ (শুক্রবার) জন্মাষ্টমী উপলক্ষে ছুটি ঘোষণা করা হয়েছে। অক্টোবরে ২১ ও ২২ তারিখ (বুধবার ও বৃহস্পতিবার) দুর্গাপূজা উপলক্ষে (নবমী ও দশমী) দুই দিনের ছুটি থাকবে। তবে ২৩ ও ২৪ তারিখ শুক্র ও শনিবার থাকায় টানা চারদিনের ছুটি উপভোগ করবেন সনাতন ধর্মাবলম্বীরা।

 

বছরের শেষ দিকে ১৬ ডিসেম্বর (বুধবার) বিজয় দিবস এবং ২৫ ডিসেম্বর (শুক্রবার) খ্রিষ্টান ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব বড়দিন উপলক্ষে সরকারি ছুটি নির্ধারণ করা হয়েছে।

8

 

উল্লেখ্য, ঈদ ও কিছু ধর্মীয় ছুটি চাঁদ দেখা সাপেক্ষে কার্যকর হবে। সরকারি ছুটির এই তালিকা অনুযায়ী ২০২৬ সালে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা আগাম ছুটির পরিকল্পনা করতে পারবেন।

 

এ সংক্রান্ত আরও সংবাদ

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

গুণ গত মান যার ভাল তার দাম একটু বেশি সিলেটের সেরা বাগানের উন্নত চা প্রতি কেজি চা দাম ৪৫০ টাকা হোম ডেলি বারি দেয়া হয়

tree

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন

sylhet24

Follow for More!

1
2