প্রকাশিত: ৯:০৫ পূর্বাহ্ণ, ডিসেম্বর ২৩, ২০২৫
বিনোদন ডেস্ক : দীর্ঘ তিন দশকের অভিনয় জীবনের পর এবার পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন অভিনেতা পাভেল ইসলাম। বড়দিন উপলক্ষে আগামী ২৫ ডিসেম্বর এনটিভিতে প্রচারিত হবে তার রচনা ও পরিচালনায় একক নাটক ‘ফেরা’।
নিজের লেখা নাটক অন্যের নির্মাণে প্রত্যাশা পূরণ না হওয়া থেকেই পরিচালনায় আসার সিদ্ধান্ত নেন পাভেল। সেই ভাবনা থেকে শ্রীমঙ্গলে নির্মাণ করেছেন তিনটি নাটক—‘ফেরা’, ‘হারিয়ে পাওয়া’ ও ‘দৈব প্রেম’।
এর মধ্যে ফেরা ও হারিয়ে পাওয়া প্রচারিত হবে এনটিভিতে, আর দৈব প্রেম মুক্তি পাবে একটি অনলাইন প্ল্যাটফর্মে।
পরিচালক হিসেবে অভিজ্ঞতা জানাতে গিয়ে পাভেল ইসলাম বলেন, পরিচালনা অভিনয়ের চেয়ে অনেক বেশি দায়বদ্ধতার কাজ। সমাজ, পরিবার ও ব্যক্তির টানাপোড়েনকে কেন্দ্র করে সুস্থ ধারার গল্প উপহার দেওয়াই তার লক্ষ্য।
নাটকটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন প্রান্তর দস্তিতার, অনিন্দিতা মিমি, সুষমা সরকার, পাভেল ইসলাম, ফাহমিদা শারমিন ফাহমি প্রমুখ।
অভিনয়ের পাশাপাশি নিয়মিত লেখালেখিতে সক্রিয় পাভেল ইসলাম বর্তমানে এনটিভির অনুষ্ঠান বিভাগের ব্যবস্থাপক হিসেবেও দায়িত্ব পালন করছেন। পরিচালনায় তার এই নতুন যাত্রা ইতোমধ্যেই বিনোদন অঙ্গনে আলোচনার জন্ম দিয়েছে।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Design and developed by Web Nest