পরিচালক হিসেবে নতুন অধ্যায়ে পাভেল

প্রকাশিত: ৯:০৫ পূর্বাহ্ণ, ডিসেম্বর ২৩, ২০২৫

পরিচালক হিসেবে নতুন অধ্যায়ে পাভেল

3

 

বিনোদন ডেস্ক : দীর্ঘ তিন দশকের অভিনয় জীবনের পর এবার পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন অভিনেতা পাভেল ইসলাম। বড়দিন উপলক্ষে আগামী ২৫ ডিসেম্বর এনটিভিতে প্রচারিত হবে তার রচনা ও পরিচালনায় একক নাটক ‘ফেরা’।

 

নিজের লেখা নাটক অন্যের নির্মাণে প্রত্যাশা পূরণ না হওয়া থেকেই পরিচালনায় আসার সিদ্ধান্ত নেন পাভেল। সেই ভাবনা থেকে শ্রীমঙ্গলে নির্মাণ করেছেন তিনটি নাটক—‘ফেরা’, ‘হারিয়ে পাওয়া’ ও ‘দৈব প্রেম’।

 

এর মধ্যে ফেরা ও হারিয়ে পাওয়া প্রচারিত হবে এনটিভিতে, আর দৈব প্রেম মুক্তি পাবে একটি অনলাইন প্ল্যাটফর্মে।

5

 

পরিচালক হিসেবে অভিজ্ঞতা জানাতে গিয়ে পাভেল ইসলাম বলেন, পরিচালনা অভিনয়ের চেয়ে অনেক বেশি দায়বদ্ধতার কাজ। সমাজ, পরিবার ও ব্যক্তির টানাপোড়েনকে কেন্দ্র করে সুস্থ ধারার গল্প উপহার দেওয়াই তার লক্ষ্য।

8

 

নাটকটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন প্রান্তর দস্তিতার, অনিন্দিতা মিমি, সুষমা সরকার, পাভেল ইসলাম, ফাহমিদা শারমিন ফাহমি প্রমুখ।

2

 

অভিনয়ের পাশাপাশি নিয়মিত লেখালেখিতে সক্রিয় পাভেল ইসলাম বর্তমানে এনটিভির অনুষ্ঠান বিভাগের ব্যবস্থাপক হিসেবেও দায়িত্ব পালন করছেন। পরিচালনায় তার এই নতুন যাত্রা ইতোমধ্যেই বিনোদন অঙ্গনে আলোচনার জন্ম দিয়েছে।

6

 

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

গুণ গত মান যার ভাল তার দাম একটু বেশি সিলেটের সেরা বাগানের উন্নত চা প্রতি কেজি চা দাম ৪৫০ টাকা হোম ডেলি বারি দেয়া হয়

tree

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন

sylhet24

Follow for More!

1
5