নির্বাচন ঘিরে সিলেটে সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী

প্রকাশিত: ৮:৫২ পূর্বাহ্ণ, ডিসেম্বর ২৩, ২০২৫

নির্বাচন ঘিরে সিলেটে সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী

6

 

2

নিউজ ডেস্ক : জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য সহিংসতা ও বিশৃঙ্খলা এড়াতে সিলেট জুড়ে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। মাঠপর্যায়ে পুলিশ, র‌্যাব ও বিজিবির তৎপরতা বাড়ানো হয়েছে। তবে ৫ আগস্ট পুলিশের লুণ্ঠিত অস্ত্র পুরোপুরি উদ্ধার না হওয়া এবং সীমান্ত দিয়ে অবৈধ অস্ত্র প্রবেশের আশঙ্কা জনমনে নতুন করে তৈরি করেছে আতঙ্ক। যদিও সংশ্লিষ্ট বাহিনীগুলো বলছে নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে তারা কাজ করছে। এদিকে স্বরাষ্ট্র উপদেষ্টার ঘোষণার পর থেকে দেশের অন্যান্য সংসদীয় আসনের প্রার্থীরা গান ম্যান ও আগ্নেয়াস্ত্র চেয়ে অনেক আবেদন করেছেন, তবে সিলেটের কোন প্রার্থী এখনো আবেদন করেননি।

 

1

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সিলেট জেলায় এখন পর্যন্ত কোনো সংসদ প্রার্থী কিংবা সরকারি কর্মকর্তা আগ্নেয়াস্ত্র বা গানম্যান চেয়ে আবেদন করেননি। তবে কেউ গানম্যান চাইলে তাকে সংশ্লিষ্ট পুলিশ সুপারের কাছে আবেদন করতে হবে। এদিকে নির্বাচন কালীন সময় যেকোন অপতৎপরতা রোধে অন্যান্য বাহিনীর মতো র‌্যাবও সিলেট জুড়ে কাজ করছে। ইতোমধ্যে সিলেটসহ তাদের দায়িত্বাধীন এলাকা থেকে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে। তাদের দেওয়া তথ্য অনুযায়ী, গত ৫ আগস্টের পর থেকে সিলেট বিভাগ ও ব্রাহ্মণবাড়িয়া জেলার দায়িত্বপূর্ণ এলাকা থেকে ২৬টি দেশি ও বিদেশি আগ্নেয়াস্ত্র, ১০০ রাউন্ড গুলি, ৪টি ম্যাগাজিন, প্রায় সাড়ে চার কেজি বিস্ফোরক, ২৩টি ডেটোনেটর, একটি সাউন্ড গ্রেনেড এবং বিপুল পরিমাণ এয়ারগানের গুলিসহ ২০টি এয়ারগান উদ্ধার করা হয়েছে।

 

মহানগর পুলিশ সূত্র জানায়, মহানগরের বিভিন্ন থানা ও পুলিশ ফাঁড়ি থেকে লুট হওয়া অস্ত্রের একটি বড় অংশ এখনো উদ্ধার হয়নি। গত দুই মাসে লুট হওয়া দুটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। সবমিলিয়ে লুট হওয়া ১০১টি অস্ত্রের মধ্যে এখন পর্যন্ত ৮৫টি উদ্ধার করা হয়েছে। জেলা পুলিশের লুণ্ঠিত অস্ত্রের মধ্যেও কিছু উদ্ধার হলেও সব অস্ত্র এখনো উদ্ধার সম্ভব হয়নি সূত্র জানায়।

3

 

7

এদিকে বিজিবি সূত্র জানায়, গত কয়েকমাসের অভিযানে সীমান্তবর্তী এলাকা থেকে ৬টি এয়ারগান, ১টি রিভলভার, ১টি বিদেশি বিভলবারসহ গুলি ও বিস্ফোরক উদ্ধার করা হয়।

 

সার্বিক বিষয় নিয়ে কথা হলে জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (গণমাধ্যম) মো. সম্রাট তালুকদার বলেন, যে কোনো ধরনের অপতৎপরতা ঠেকাতে জেলা পুলিশ সর্বদা প্রস্তুত রয়েছে। তিনি বলেন, সিলেট একটি সীমান্তবর্তী ও পর্যটন এলাকা হওয়ায় এখানে নিরাপত্তার বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হয়। নিয়মিত টহল ও গোয়েন্দা নজরদারি জোরদার রয়েছে এবং এখন পর্যন্ত সার্বিক পরিস্থিতি স্বাভাবিক ও নিয়ন্ত্রণে আছে।

 

র‌্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার (গণমাধ্যম কর্মকর্তা) কে. এম. শহিদুল ইসলাম সোহাগ বলেন, পুলিশের লুণ্ঠিত অস্ত্র ও অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধারে অভিযান চলমান রয়েছে। গোয়েন্দা কার্যক্রম জোরদার করা হয়েছে এবং নির্বাচনকে কেন্দ্র করে কেউ যেন সহিংসতা বা বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সে বিষয়ে তথ্য সংগ্রহ ও নজরদারি অব্যাহত আছে। এখন পর্যন্ত তাদের দায়িত্বপূর্ণ এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক বলে জানান তিনি।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, মহানগর এলাকায় সার্বিক পরিস্থিতির ওপর সার্বক্ষণিক নজরদারি রাখা হচ্ছে। গোয়েন্দা শাখার কার্যক্রমও সক্রিয় রয়েছে। এখনো কোনো প্রার্থী গানম্যান চেয়ে আবেদন করেননি, তবে আইনশৃঙ্খলা রক্ষায় আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছি।

 

দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় সীমান্ত এলাকায়ও বাড়ানো হয়েছে নজরদারি। বিজিবির সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হক বলেন, দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় সীমান্তে টহল ও নজরদারি বাড়ানো হয়েছে। অবৈধ অস্ত্র ও চোরাচালান ঠেকাতে বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে। নির্বাচনকালীন দায়িত্ব পালনের জন্য বিজিবি সদস্যদের প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে।

 

এ সংক্রান্ত আরও সংবাদ

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

গুণ গত মান যার ভাল তার দাম একটু বেশি সিলেটের সেরা বাগানের উন্নত চা প্রতি কেজি চা দাম ৪৫০ টাকা হোম ডেলি বারি দেয়া হয়

tree

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন

sylhet24

Follow for More!

1
7