গুলিবিদ্ধ এনসিপি নেতা শঙ্কামুক্ত, তন্বী উধাও

প্রকাশিত: ১১:৩৮ পূর্বাহ্ণ, ডিসেম্বর ২২, ২০২৫

গুলিবিদ্ধ এনসিপি নেতা শঙ্কামুক্ত, তন্বী উধাও

2

 

নিউজ ডেস্ক : খুলনার সোনাডাঙ্গা এলাকায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অঙ্গসংগঠন জাতীয় শ্রমিক শক্তির খুলনা বিভাগীয় আহ্বায়ক মোতালেব শিকদারকে গুলি করা হয়েছে। আহত অবস্থায় তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় এবং তাৎক্ষণিক অস্ত্রোপচার করা হয়েছে। হাসপাতালের পরিচালক ডা. কাজী মো. আইনুল ইসলাম জানিয়েছেন, গুলি তার মাথার ভেতরে প্রবেশ করেনি, চামড়া ভেদ করে বেরিয়ে গেছে। তবে সম্পূর্ণ আশঙ্কামুক্ত নয়। বর্তমানে তিনি শঙ্কামুক্ত।

3

 

সোমবার (২২ ডিসেম্বর) বেলা পৌনে ১২টার দিকে নগরীর সোনাডাঙ্গা এলাকায় এ ঘটনা ঘটে।

 

ঘটনাস্থল ছিল সোনাডাঙ্গা থানাধীন আল আকসা মসজিদ রোডের মুক্তা হাউজ। পুলিশ ও স্থানীয় সূত্র জানিয়েছে, মোতালেব প্রায়ই তন্নী নামে এক মহিলার নেওয়া ভাড়া ফ্ল্যাটে যাতায়াত করতেন। ওই ফ্ল্যাটে অন্যান্যদের উপস্থিতি ছিল এবং সেখানে মাদক সেবন ও অসামাজিক কার্যকলাপ হতো।

4

 

পুলিশ জানিয়েছে, রাতভর ফ্ল্যাটে থাকা ব্যক্তিরা নিজেদের মধ্যে বিবাদে মোতালেবকে লক্ষ্য করে গুলি চালাযন। গুলিটি তার কান ঘেঁষে যায়, তাই তেমন কোনো গুরুতর আঘাত হয়নি। আহত অবস্থায় তিনি নিজে পায়ে হেঁটে হাসপাতালের দিকে যান। ঘটনার পর ফ্ল্যাটের অন্যান্যরা পালিয়ে যান। পুলিশ তাদের খুঁজছে।

8

 

প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, গুলির ঘটনা চাঁদার টাকা ভাগাভাগির বিরোধে সংঘটিত হয়েছে।

 

খুলনা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ তাজুল ইসলাম জানান, প্রাথমিক তদন্তে ফ্ল্যাট থেকে মাদক ও মদ্যপানের সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। মোতালেবকে জিজ্ঞাসাবাদ করা হলে ঘটনার সঙ্গে যুক্ত অন্যান্যদের নাম জানা যাবে।

 

ফ্ল্যাটের মালিকের স্ত্রী আশরাফুন্নাহার বলেছেন, তন্বী নামে ওই মহিলা এক মাস আগে ফ্ল্যাট ভাড়া নিয়েছিলেন। তিনি নিজেকে এনজিও কর্মী হিসেবে পরিচয় দিতেন। স্থানীয়দের অভিযোগ, ফ্ল্যাটে একাধিক পুরুষের আসা-যাওয়া এবং অসামাজিক কার্যকলাপ ঘটত।

 

মোতালেবের পরিবার জানিয়েছে, ঘটনার দিন সন্ধ্যায় তার সঙ্গে সর্বশেষ ফোনে কথা হয়। পরে রাত ১১টায় ফোনে জানতে পারেন, তাকে গুলি করা হয়েছে। পরিবার মনে করছে, এনসিপিতে যোগ দেওয়ার কারণে তার ওপর হামলা চালানো হয়েছে।

 

এনসিপি খুলনা মহানগর সংগঠক হামিম রাহাত বলেছেন, সোনাডাঙ্গা এলাকা সন্ত্রাসীদের অভয়ারণ্যে পরিণত হয়েছে। তিনি অবিলম্বে সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।

7

 

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার হারুন অর রশিদ জানিয়েছেন, গুলি তার বাম কানের চামড়া ভেদ করে বেরিয়ে গেছে। মাথার স্ক্যানে গুলির কোনো অস্তিত্ব পাওয়া যায়নি।

 

একাধিক সূত্রে জানা গেছে, গুলিবিদ্ধ মোতালেব আগে শ্রমিক লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। সরকার পরিবর্তনের পর তিনি এনসিপির শ্রমিক সংগঠন জাতীয় শ্রমিক শক্তি-এর সঙ্গে যুক্ত হন।

 

এ সংক্রান্ত আরও সংবাদ

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

গুণ গত মান যার ভাল তার দাম একটু বেশি সিলেটের সেরা বাগানের উন্নত চা প্রতি কেজি চা দাম ৪৫০ টাকা হোম ডেলি বারি দেয়া হয়

tree

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন

sylhet24

Follow for More!

1
8