ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশপ্রেমে উজ্জীবিত হয়ে অর্পিত দায়িত্ব পালন করতে হবে: জিয়াউল হাসান

প্রকাশিত: ৯:৩০ পূর্বাহ্ণ, ডিসেম্বর ২২, ২০২৫

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে  দেশপ্রেমে উজ্জীবিত হয়ে অর্পিত দায়িত্ব পালন করতে হবে: জিয়াউল হাসান

6

 

নিউজ ডেস্ক :: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালনের লক্ষ্যে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উদ্যোগে সিলেট রেঞ্জের ৩টি জেলায় ২৯ টি উপজেলার সদস্যদের নিয়ে একযোগে শেষ হয়েছে ১৪ দিনব্যাপী উপজেলা/থানা আনসার কোম্পানি/প্লাটুন এবং ইউনিয়ন আনসার প্লাটুন সদস্যদের মৌলিক প্রশিক্ষণের সপ্তম ধাপ।

 

সিলেট জেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের হলরুমে ২২ ডিসেম্বর ২০২৫ তারিখে সকাল ১০ ঘটিকায় আয়োজিত এ অনুষ্ঠানে সিলেট রেঞ্জের উপমহাপরিচালক মোঃ জিয়াউল হাসান, বিভিএমএস,পিএএমএস প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অন্য তিনটি কেন্দ্রে টেলিকনফারেন্সের মাধ্যমে প্রশিক্ষণের আনুষ্ঠানিক সমাপনী ঘোষণা করেন।

 

টেলিকনফারেন্সে যুক্ত ছিলেন শ্রীমঙ্গল আনসার ব্যাটালিয়ন (২৪বিএন) এর অধিনায়ক (ভারপ্রাপ্ত) মোঃ শাহাদাত হোসেন বিভিএম, হবিগঞ্জ জেলার জেলা কমান্ড্যান্ট শাহ মজিবুল হক সহ সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারী ও প্রশিক্ষনার্থীগণ।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি তাঁর বক্তব্যে প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে দেশপ্রেম, শৃঙ্খলা ও আত্মনিয়ন্ত্রণের গুরুত্ব তুলে ধরে অনুপ্রেরণামূলক বক্তব্য প্রদান করেন। তিনি বলেন, “আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের প্রশিক্ষণ শুধু দক্ষতা বৃদ্ধির জন্য নয়, বরং জাতীয় অগ্রগতি, সমৃদ্ধি, নিরাপত্তা এবং আর্থ-সামাজিক উন্নয়নে তাদের ভূমিকা অপরিসীম। তিনি প্রশিক্ষণার্থীদের আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর একজন সৎ, দক্ষ ও আত্মবিশ্বাসী সদস্য হিসেবে নিজেদের গড়ে তুলতে আহবান জানান। এ প্রসঙ্গে তিনি বলেন, প্রশিক্ষণ শেষে এই আনসার-ভিডিপি সদস্যদের হাতেই স্থানীয় পর্যায়ে শান্তি-শৃঙ্খলা রক্ষা, দুর্যোগ ব্যবস্থাপনা এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব ন্যস্ত রয়েছে।

তিনি আরো বলেন, নির্বাচনকালীন দায়িত্ব পালনের ক্ষেত্রে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অবদান অনস্বীকার্য। এ ক্ষেত্রে তিনি ভোটকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিতকরণে আনসার সদস্যদের করণীয় ও বর্জনীয় বিষয়সমূহ স্পষ্টভাবে অবহিত করেন এবং তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, এই প্রশিক্ষিত সদস্যরা অর্জিত জ্ঞান, দক্ষতা ও অভিজ্ঞতা কাজে লাগিয়ে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালনের সময় সর্বোচ্চ মেধা, পেশাদারিত্ব ও দক্ষতার পরিচয় প্রদর্শন করে অর্পিত দায়িত্ব অত্যন্ত নিষ্ঠা, আন্তরিকতা দেশপ্রেমের উজ্জীবিত হয়ে পালন করবে।

 

তিনি আরো বলেন, বাহিনীর মহাপরিচালক তোমাদের সর্বোচ্চ কল্যাণের বিষয় বিবেচনা করে অনেক যুগোপযোগী পদক্ষেপ গ্রহণ করছেন। মহাপরিচালকের সুচিন্তিত সঞ্জিবন প্রজেক্ট, প্রান্তিক শক্তি এমনই যুগান্তকারী পদক্ষেপ যা তোমাদের উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত করার পাশাপাশি সমগ্র দেশের আর্থসামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

 

6

তিনি আসন্ন জাতীয় নির্বাচনের কথা পুনরায় উল্লেখ করে বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে পবিত্রতার সাথে দায়িত্ব পালন হবে দেশপ্রেমের সবচেয়ে বড় পরীক্ষা। আর এ পরীক্ষায় সবাইকে সর্বোচ্চ নাম্বার পেয়ে পাস করতে হবে।

 

5

বক্তব্যের শেষে তিনি দেশ সেবাকে সর্বোচ্চ প্রাধান্য দিয়ে একজন নম্র, ভদ্র, বিনয়ী এবং সৎ মানুষ হিসেবে ন্যায়নিষ্ঠা, পরোপকারীতা ও মানবিকতা নিয়ে কাজ করার এবং এই প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত জ্ঞান ও মূল্যবোধ কাজে লাগিয়ে জাতি গঠনে অবদান রাখার জন্য আহবান জানান।

 

মৌলিক প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের মধ্যে থেকে প্রশিক্ষণার্থীগণ এই কোর্স সম্পর্কে তাদের অনূভুতি ব্যক্ত করতে গিয়ে জানান যে, এই কোর্সের বিভিন্ন মডিউলের মাধ্যমে তারা পিটি-প্যারেড, অস্ত্র পরিচালনা, মানব নিরাপত্তা, সাইবার অপরাধ ও নিরাপত্তা, কমিউনিটি এলার্ট মেকানিজম, অপরাধ প্রতিরোধ, জরুরি সেবাদান এবং দুর্যোগ ব্যবস্থাপনা প্রচলিত ও অপ্রচলিত যুদ্ধের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে প্রশিক্ষণ পেয়েছেন এবং এখানে অর্জিত জ্ঞান তারা শুধু সার্টিফিকেটের জন্য নয়-বাস্তব জীবনে প্রয়োগ করে স্থানীয় পর্যায়ে নিজেদের আত্মপ্রত্যয়ী হয়ে সকল সমস্যার সমাধান করতে চান।

 

সমাপনী অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীরা দেশপ্রেমে উজ্জীবিত হয়ে একযোগে দীপ্তকন্ঠে জাতীয় সেবায় আত্মনিয়োগের শপথ বাক্য পাঠ করেন। উক্ত কোর্সে প্রশিক্ষণার্থীদের বিভিন্ন পরীক্ষার মাধ্যমে মূল্যায়ন করা এবং ‘বেস্ট ইন ড্রিল’, ‘বেস্ট ইন ডিসিপ্লিন’, ‘বেস্ট ইন অ্যাকাডিমিয়া’ এবং’, অলরাউন্ডার’ ক্যাটাগরিতে ক্রেস্ট এবং প্রশিক্ষণ সনদ প্রদান করা হয়।

 

এছাড়াও অনুষ্ঠানে সিলেট জেলার সহকারী জেলা কমান্ড্যান্ট তানিয়া আক্তার, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা গোলাম কিবরিয়া এবং প্রশিক্ষকগণ ও উক্ত কোর্সের প্রশিক্ষণার্থী উপস্থিত ছিলেন।

2

 

উল্লেখ্য, এই প্রশিক্ষণে সিলেট রেঞ্জের ৩টি জেলায় মোট প্রায় ৩৬২ জন প্রশিক্ষণার্থী প্রশিক্ষণ সম্পন্ন করেন। যার মধ্যে সিলেট জেলার ১০০ জন, হবিগঞ্জ জেলার ১১৩ জন, মৌলভীবাজার জেলার ৭০ জন এবং শ্রীমঙ্গল আনসার ব্যাটালিয়ন (২৪বিএন) এর ৭৯ জন।

8

 

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

গুণ গত মান যার ভাল তার দাম একটু বেশি সিলেটের সেরা বাগানের উন্নত চা প্রতি কেজি চা দাম ৪৫০ টাকা হোম ডেলি বারি দেয়া হয়

tree

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন

sylhet24

Follow for More!

1
7