প্রকাশিত: ১০:৫২ পূর্বাহ্ণ, ডিসেম্বর ২১, ২০২৫
নিউজ ডেস্ক : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘আমাদের সবাইকে এখন ঐক্যবদ্ধ থাকতে হবে। সেটি বিএনপির নেতাকর্মী হোক বা অন্য কোনো দলের, যারা গণতন্ত্রে বিশ্বাস করে।’
রোববার (২১ ডিসেম্বর) বিকেলে বগুড়ার শহীদ টিটু মিলনায়তনে জুলাই শহীদদের স্মরণে স্থাপিত ডিজিটাল স্মৃতিস্তম্ভের উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শহীদ ওসমান হাদির স্মৃতিচারণ করে তারেক রহমান বলেন, ‘ওসমান হাদি শহীদ হয়েছেন, তিনি গণতন্ত্রের পথেই ছিলেন। ঢাকা-৮ আসনের তিনি প্রার্থী ছিলেন, যা প্রমাণ করে তিনি ভোট ও রাজনীতিতে বিশ্বাসী ছিলেন। শহীদ ওসমান হাদির প্রতি সম্মান জানাতে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। একইভাবে জুলাই শহীদদের ও ৭১-এর মুক্তিযোদ্ধাদের প্রতি সম্মান রাখা আমাদের দায়িত্ব।’
তিনি আরও বলেন, ‘জুলাই শহীদদের স্মরণে স্থাপিত ডিজিটাল স্মৃতিস্তম্ভ এই প্রজন্মের তরুণদের কাছে নতুন প্রেরণার উৎস। ইন্টারনেটের মাধ্যমে তরুণরা যুক্ত থাকে, কিন্তু অনেক সময় ব্যয়বহুলতার কারণে তারা সুবিধা নিতে পারেনা। আগামী নির্বাচনে আমাদের সরকার গঠিত হলে তরুণদের জন্য এই ইন্টারনেট সেবা সহজ ও বিনামূল্যে দেওয়া হবে।’
স্বাস্থ্য খাতের সংস্কার বিষয়ে তারেক রহমান বলেন, ‘আমরা এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ করতে চাই। এর মধ্যে ৮০-৮৫ শতাংশ নারী স্বাস্থ্যকর্মী হিসেবে নিয়োগ দেওয়া হবে, যা কর্মসংস্থান বৃদ্ধি করবে এবং নারীদের ক্ষমতায়ন করবে।’
দেশের আইটি পার্কগুলোর অব্যবস্থাপনা নিয়েও তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘গত স্বৈরাচারের আমলে জনগণের অর্থে তৈরি পার্কগুলো কার্যকর হয়নি। আমরা এগুলো পুনঃস্থাপন (রিফাবলিশ) করে তরুণ সমাজের ডিজাইন ও কনটেন্ট ক্রিয়েটরদের জন্য সুযোগ তৈরি করব।’
বিদেশে কর্মসংস্থান বৃদ্ধির পরিকল্পনা বিষয়ে তিনি বলেন, ‘আমরা বিদেশে যাওয়া তরুণদের ভাষা শিক্ষা ও প্রশিক্ষণ দেব যাতে তারা সহজে চাকরি পেতে পারে।’
বক্তব্যের শেষভাগে দলের ৩১ দফা ও নতুন স্লোগানের ওপর জোর দিয়ে তিনি বলেন, ‘আমাদের মূল লক্ষ্য একটাই, কাজ করব গর্বের দেশ, সবার আগে বাংলাদেশ।’
অনুষ্ঠানে বগুড়া জেলা বিএনপির সভাপতি জিয়াউল করিম বাদশার সভাপতিত্বে দলটির কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Design and developed by Web Nest