বিমান থেকে যাত্রীদের লাফিয়ে পড়ার ভিডিও ভাইরাল!

প্রকাশিত: ১০:৪৬ পূর্বাহ্ণ, ডিসেম্বর ২১, ২০২৫

বিমান থেকে যাত্রীদের লাফিয়ে পড়ার ভিডিও ভাইরাল!

1

বিমান থেকে লাফিয়ে নামছেন যাত্রীরা।

7

 

আন্তর্জাতিক ডেস্ক : অবতরণ করার পরেও ঘণ্টার পর ঘণ্টা বিমানবন্দরে দাঁড়িয়ে রয়েছে একটি বিমান। বিমান থেকে যাত্রীদের নামানোর জন্য বিমানবন্দরে পাওয়া যাচ্ছে না সিঁড়ি (মোবাইল স্টেয়ার)। অনেক ক্ষণ বিমানে বসে অপেক্ষা করতে করতে অধৈর্য হয়ে উঠেছিলেন যাত্রীরা। এক পর্যায়ে আর তর সইল না তাদের। বিমানের দরজা খুলে লাফ দিয়ে নামা শুরু করলেন তারা।

 

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে এমন একটি ভিডিও ছড়িয়ে পড়েছে।

 

 

জানা যায়, ঘটনাটি কঙ্গোর কিন্ডু বিমানবন্দরে ঘটেছে। দেশটির রাষ্ট্রায়ত্ব বিমান পরিষেবা সংস্থা ‘এয়ার কঙ্গো’-এর বিমানটি অবতরণ করার পরেও ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়েছিল। বিমান থেকে যাত্রীদের নামানোর জন্য সিঁড়ি পাওয়া যাচ্ছিল না। একপর্যায়ে বিরক্ত হয়ে পড়েন যাত্রীরা।

3

 

কোনও উপায় না দেখে বিমানকর্মীরা দরজা খুলে দেন বিমানের। সেখান থেকে লাফ দিয়ে নিচে নামতে শুরু করেন যাত্রীরা। ভিডিওটি দেখে বিমানবন্দরের অব্যবস্থা নিয়ে ক্ষোভপ্রকাশ করেছেন নেটিজেনরা। অনেকে যাত্রীদের নিরাপত্তা নিয়েও প্রশ্ন তুলেছেন।

 

5

এক জন নেটিজেন লিখেছেন, কয়েক ফুট উঁচু থেকে লাফ দিয়ে নিচে নামার সময় যে কোনও ধরনের বিপদ হতে পারে। যাত্রীদের কোনও ক্ষতি হলে সে দায়িত্ব কে নেবেন?

8

 

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

গুণ গত মান যার ভাল তার দাম একটু বেশি সিলেটের সেরা বাগানের উন্নত চা প্রতি কেজি চা দাম ৪৫০ টাকা হোম ডেলি বারি দেয়া হয়

tree

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন

sylhet24

Follow for More!

1
4