লন্ডন যাত্রায় খালেদা জিয়ার সফরসঙ্গী যে ১৪ জন

প্রকাশিত: ৬:০৪ পূর্বাহ্ণ, ডিসেম্বর ৪, ২০২৫

লন্ডন যাত্রায় খালেদা জিয়ার সফরসঙ্গী যে ১৪ জন

6

 

4

নিউজ ডেস্ক : উন্নত চিকিৎসার জন্য সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হচ্ছে। তার চিকিৎসার জন্য একটি এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত রাখা হয়েছে। মেডিকেল টিমসহ সফরসঙ্গী হিসেবে তার সঙ্গে থাকবেন মোট ১৪ জন।

 

খালেদা জিয়ার চিকিৎসার জন্য গঠিত মেডিকেল বোর্ড বর্তমান শারীরিক অবস্থা পর্যালোচনা করে সিদ্ধান্ত নিয়েছে, তিনি আজ মধ্যরাতে অথবা আগামীকাল সকালে লন্ডনের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন। এ সফরের আগে তাঁর পুত্রবধূ জোবাইদা রহমানের ঢাকায় আসার কথা রয়েছে।

 

2

 

 

1

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত এক বিবৃতিতে জানানো হয়েছে, সফরকালে বেগম খালেদা জিয়ার সঙ্গে থাকবেন প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শামিলা রহমান, দীর্ঘদিনের গৃহকর্মী ফাতেমা বেগম ও রুপা সিকদার।

 

মেডিকেল টিমে রয়েছেন-আবু জাফর মো. জাহিদ হোসেন, ডা. মোহাম্মদ আনামুল হক চৌধুরী, ফখরুদ্দিন মোহাম্মদ সিদ্দিকী, মো. শাহাবুদ্দিন তালুকদার, নুরুদ্দিন আহমদ, মো. জাফর ইকবাল ও মোহাম্মদ আল মামুন।

 

সফরে স্পেশাল সিকিউরিটি ফোর্সের সদস্য হিসেবে থাকবেন হাসান শাহরিয়ার ইকবাল ও সৈয়দ সামিন মাহফুজ।

8

 

এ ছাড়াও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সহকারী মো. আব্দুল হাই মল্লিক এবং বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত সচিব মো. মাসুদের রহমান সফরসঙ্গী হিসেবে থাকবেন।

 

বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ বলেন, মেডিকেল বোর্ডের পরামর্শের বাইরে আমরা কোনো সিদ্ধান্ত নিচ্ছি না। বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ীই বিদেশে নেওয়ার কার্যক্রম চলছে। ইনশাআল্লাহ দোয়ায় তিনি সুস্থ হয়ে উঠবেন।

 

এদিকে ঢাকাস্থ কাতার দূতাবাসের পলিটিক্যাল কাউন্সিলর আসাদুর রহমান জানিয়েছেন, বেগম খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার জন্য একটি এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত রাখা হয়েছে।

 

এ সংক্রান্ত আরও সংবাদ

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

গুণ গত মান যার ভাল তার দাম একটু বেশি সিলেটের সেরা বাগানের উন্নত চা প্রতি কেজি চা দাম ৪৫০ টাকা হোম ডেলি বারি দেয়া হয়

tree

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন

sylhet24

Follow for More!

1
4