সিলেটের আল হারামাইনের বিরুদ্ধে অভিযোগ তদন্তে ৭ সদস্যের কমিটি

প্রকাশিত: ১০:২৮ পূর্বাহ্ণ, ডিসেম্বর ৩, ২০২৫

সিলেটের আল হারামাইনের বিরুদ্ধে অভিযোগ তদন্তে ৭ সদস্যের কমিটি

4

 

5

নিউজ ডেস্ক : সিলেটের আল হারামাইন হাসপাতালের বিরুদ্ধে চিকিৎসা অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ উঠেছে। সেই অভিযোগ তদন্তে ৭ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

 

কমিটি ইতিমধ্যেই কাজ শুরু করেছে বলে জানিয়েছেন সিলেটের সিভিল সার্জন ডা. মো. নাসির উদ্দিন।

 

3

জানা যায়, সম্প্রতি ওসমানীনগর উপজেলার সাদিপুর ইব্রাহিমপুরের বাসিন্দা ৬৯ বছর বয়সী বেদার আহমেদকে ভুল ইনসুলিন ডোজ দেওয়ায় তার মৃত্যু হয়েছে বলে অভিযোগ তুলেন তার মেয়ে ডা. নুরিয়া জাহান কেয়া।

 

মঙ্গলবার (২ ডিসেম্বর) তিনি সিলেটের সিভিল সার্জন বরাবর এমন অভিযোগ দাখিল করেন। এর পরপরই ৭ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয় বলে সিলেটভিউকে নিশ্চিত করেছেন সিভিল সার্জন ডা. নাসির উদ্দিন।

 

তিনি বলেন, অভিযোগ পাওয়ার সাথে সাথেই আমরা ৭ সদস্যের তদন্ত কমিটি গঠন করি। এই কমিটি কাজ শুরু করেছে এবং ১০ কার্যদিবসের মধ্যে তারা কাজ শেষ করে রিপোর্ট জমা দিবেন।

 

জানা যায়, এর আগে বেদার আহমেদের মৃত্যুর পরপরই এ সংক্রান্ত প্রয়োজনীয় সব নথিপত্র চেয়ে তিনি হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছিলেন।

 

1

পরে নিজে ফেসবুক লাইভে এবং সিলেটে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনেও তিনি চিকিৎসা অবহেলায় তার পিতার মৃত্যুর বিষয়টি তুলে ধরেছিলেন।

1

 

এ সংক্রান্ত আরও সংবাদ

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

গুণ গত মান যার ভাল তার দাম একটু বেশি সিলেটের সেরা বাগানের উন্নত চা প্রতি কেজি চা দাম ৪৫০ টাকা হোম ডেলি বারি দেয়া হয়

tree

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন

sylhet24

Follow for More!

1
8