প্রকাশিত: ১০:৪০ পূর্বাহ্ণ, নভেম্বর ২৮, ২০২৫
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। ছবি- সংগৃহীত
নিউজ ডেস্ক : সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থার প্রতি গভীর উদ্বেগ প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি নিয়মিতভাবে খোঁজখবর রাখছেন এবং প্রয়োজনীয় চিকিৎসা সহায়তা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন।
শুক্রবার (২৮ নভেম্বর) প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তার ফেসবুকে দেওয়া এক পোস্টে এ বিষয়টি জানিয়েছেন।
প্রেস সচিব জানান, প্রধান উপদেষ্টা বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেছেন।
প্রধান উপদেষ্টা বলেন, ‘খালেদা জিয়ার চিকিৎসায় যেন কোনো ঘাটতি না থাকে। প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা সরকার নিশ্চিত করতে প্রস্তুত।’
ড. ইউনূস আরও বলেন, ‘গণতান্ত্রিক উত্তরণের এই সময়ে বেগম খালেদা জিয়া জাতির জন্য একটি গুরুত্বপূর্ণ অনুপ্রেরণা। তার সুস্বাস্থ্য দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।’
তিনি সংশ্লিষ্ট সব কর্মকর্তাকে প্রয়োজনীয় সহায়তা প্রদানে এবং সার্বক্ষণিক প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন।
এর আগে, বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা ‘অত্যন্ত সংকটময়’ বলে জানিয়েছিলেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি জানান, গত দুই দিন ধরে অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি থাকা খালেদা জিয়ার শারীরিক পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করেছে।
মির্জা ফখরুল বলেন, ‘গণতান্ত্রিক আন্দোলনে বেগম খালেদা জিয়ার অবদান অনস্বীকার্য। তিনি সারা জীবন গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন, কারাভোগ করেছেন, নির্যাতিত হয়েছেন। দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠায় তার ভূমিকা ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।’
তিনি আরও বলেন, গতকাল রাতে চিকিৎসকরা জানিয়েছেন যে, বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটময় পর্যায়ে রয়েছে। দল ও দেশের মানুষের পক্ষ থেকে তার সুস্থতার জন্য দেশব্যাপী দোয়া অনুষ্ঠিত হচ্ছে।
বিএনপি মহাসচিব আরও জানান, ‘আমাদের দলের পক্ষ থেকে গণতন্ত্রের নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তির জন্য সারা দেশে দোয়ার কর্মসূচি পালন করা হচ্ছে। দেশের মসজিদে মসজিদে মুসল্লিরা আজ জুমার পর দোয়া করেছেন। আমরাও নয়াপল্টনের মসজিদে নামাজ আদায় করে তার সুস্থতার জন্য প্রার্থনা করেছি।’




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Design and developed by Web Nest